সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, টেলিকম স্যান্স ফ্রন্টিয়ার (টিএসএফ) বুধবারের মধ্যে ১০টি কম্পিউটারে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দিতে পারবে বলে জানিয়েছে। হাসপাতালে চিকিৎসক এবং কর্মকর্তারা হাসপাতালে কর্মরত অবস্থায় এই সুবিধা ব্যবহার করতে পারবে।
প্রাথমিকভাবে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবে। টিএফএস বিবিসিকে জানিয়েছে, হাসপাতালে দ্রুত সাহায্য পোঁছে দেওয়ার লক্ষ্যে ইন্টারনেটের ব্যবহার জরুরি হয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সক্ষমতা ও গতি বাড়ানোর জন্য উন্নত যন্ত্রপাতি বসানো হবে।
সম্প্রতি সিরিয়ায় বিভিন্ন হাসপাতালে ইন্টারনেটের ব্যবহার করা হয়েছে। দুর্যোগের সময় ইন্টারনেটের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নিখোঁজ এবং আহতদের উদ্ধার, ত্রাণ পরিচালনায় মোবাইল ফোনের সাহায্যে মানচিত্রের ব্যবহার এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।