মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রাবাড়ি থানায় দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে মোট ১২ জনকে।
এই ১২ জনের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক খোকা ও ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিনের নাম না থাকলেও এজাহারে তাদের বিরুদ্ধে নাশকতার উস্কানি ও প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
১৮ দলীয় জোটের টানা চুরাশি ঘণ্টার হরতালের মধ্যে মঙ্গলবার যাত্রাবাড়ির মাতুয়াইলে চলন্ত বাসে আগুন দেয়া হয়। এতে ইডেন কলেজের এক ছাত্রীসহ নয়জন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ওই বাসের চালক নেকবর আলী মঙ্গলবার রাতে যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন।
হরতালে নাশকতা ও অগ্নিসংযোগে উস্কানিদাতা হিসেবে ঢাকার সাবেক মেয়রের খোকার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা।
এর আগে রাজধানীর লক্ষ্মীবাজারে একটি হিউম্যান হলারে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার সূত্রাপুর থানায় মামলা হয়, যাতে খোকার বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।