ডেমরা পুলিশের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, রোববার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
“একটি গলি থেকে শিবিরকর্মীরা হঠাৎ মিছিল নিয়ে বেরিয়ে কয়েকটি ককটেল ফটায় এবং
রাস্তার পাশে থাকা একটি অটোরিকশায় আগুন দেয়। ”
তবে স্থানীয়রাই অটোরিকশার আগুন নিভিয়ে ফেলেনি বলে জানান তিনি।
এছাড়া ডেমরার মৃধাবাড়ি এলাকাতেও সকালে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।
তবে রাজধানীতে এর বাইরে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।
হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। গণপরিবহনের সংখ্যা কম হলেও সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে।
অবশ্য সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বিজয় দিবসের আগের দিন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াতে ইসলামীর কর্মীরা।
ওই রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা-নাশকতা চালিয়ে আসছে দলটির কর্মীরা।
বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত ২০ জন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।