আমাদের কথা খুঁজে নিন

   

ট্যালিস্কার মাস্টার্সে সিদ্দিকুরের খারাপ সূচনা

বৃহস্পতিবার রয়াল মেলবোর্ন গলফ ক্লাবে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট বেশি খেলে যৌথভাবে ৮৩ তম স্থানে আছেন ক'দিন আগেই হিরো ইন্ডিয়ান ওপেন জেতা সিদ্দিকুর।
অস্ট্রেলিয়ান মাস্টার্সই পৃষ্ঠপোষক হুইস্কি কোম্পানির নামে এখন ট্যালিস্কার মাস্টার্স হিসেবে পরিচিত। হিরো ইন্ডিয়ান ওপেন যেমন এশিয়ান ট্যুরের অংশ, তেমনি অস্ট্রেলিয়ান মাস্টার্স অংশ পিজিএ ট্যুর অব অস্ট্রেলিয়ার। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এটি ইউরোপিয়ান ট্যুরেরও অংশ ছিল। এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের খ্যাতনামা সব গলফাররা।


প্রথম রাউন্ডে কোনো বার্ডি (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) পাননি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৭২তম সিদ্দিকুর। ৩, ৪, ১২ ও ১৬ নম্বর হোলে বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) করায় প্রথম রাউন্ড শেষ করতে তিনি শট খেলেছেন ৭৫টি। ফলে ৭১ পারের এই গলফ কোর্সে ৪ ওভার পার নিয়ে দিন শেষ করেছেন তিনি।
পারের চেয়ে ৬ শট কম খেলে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার নিক কালেন। ৪ আন্ডার পার স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে টাইগার উডসের পেছনে দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট ও জার্মানির ম্যাক্সিমিলিয়ান কিফার।


ইন্ডিয়ান ওপেনে সিদ্দিকুরের পেছনে দ্বিতীয় হওয়া ভারতের অনির্বান লাহিড়ী পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে আছেন ৫৫তম অবস্থানে। একই অবস্থানে আছেন এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে সিদ্দিকুরের ঠিক এক ধাপ উপরে (দ্বিতীয়) থাকা অস্ট্রেলিয়ার স্কট হেন্ডও।
গলফ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন এশিয়ান ট্যুরের দু'টি শিরোপা জেতা সিদ্দিকুর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।