বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডে দারুণ খেললেও শেষ রাউন্ডে কিছুটা খেই হারিয়ে ফেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় স্কট। দুইটি ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ‘ডাবল বোগি’ (পারের চেয়ে দুই শট বেশি খেলা) করেন তিনি। তবে শিরোপা জিততে কোনো সমস্যা হয়নি।
পারের চেয়ে ১২ ও ১০ শট কম খেলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাট কুচার ও ফিজির বিজয় সিং।
বিশ্বকাপ গলফের প্রস্তুতি হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমানও। প্রথম রাউন্ডে খারাপ খেললেও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়ে যৌথভাবে ৬৬তম স্থানে উঠে আসেন তিনি। তবে একটুর জন্য পরের দুই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি (কাট মিস করেছেন)। ৬৫তম পর্যন্ত গলফাররা খেলছেন পরের দুই রাউন্ডে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।