এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
সাধারণত যে কোন যায়গায় ভ্রমণে যাওয়াটা সহজ হলে ও সুন্দর বনে যাওয়াটা কিন্তু অতো সহজ নয়, সুন্দর বনে যেতে হলে একটা টিম দরকার, দরকার একটা বোট বা লঞ্চ ।
এবারের শীতে যারা সুন্দর বন যেতে চান তাদের জন্য ভ্রমণ বাংলাদেশের আয়োজনটা একটা সুবর্ণ সুযোগ ।
ভ্রমণ বাংলাদেশের এবারের যাত্রায় সুন্দর বনের যে স্থান গুলো পরিদর্শন করবেন.......
* করমজল ।
* কটকা ।
* জামতলা সি বীচ ।
* টাইগার পয়েন্ট ।
* হাড়বাড়িয়া ।
* নীল কমল (হিরন পয়েন্ট)
বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।