এ প্রসঙ্গে সাকি গ্লিটজকে বলেন, “সবসময় ভিন্নধারার চরিত্র নিয়ে কাজ করতে চেয়েছি। গতানুগতিক চরিত্রে কাজ করতে চাই না। চরিত্র নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। ”
নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাকির। এ সিনেমায় সাকিকে দেখা যাবে পরী নামের জীবনযুদ্ধে লড়াকু এক নারীর চরিত্রে।
বাণিজ্যিক সিনেমাতে অভিনয়ে আপত্তি নেই সাকির। তবে গল্প ও চরিত্র তার মনের মতো হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সাকি এখন অভিনয় করছেন আজিজুল হাকিমের ‘নিজগৃহে পরবাসী’ এবং মোস্তাফিজুর রহমানের ‘অপেক্ষা’ ধারাবাহিকে। তিনি আরও অভিনয় করেছেন ফজলুল করিমের ‘স্নিগ্ধ সন্ধ্যায় ক্লান্ত পাখিরা’ নামের একটি একঘণ্টার নাটকে।
নিজগৃহে পরবাসী নাটকে সাকি অভিনয় করেছেন যৌথ পরিবারের এক গৃহবধূর চরিত্রে।
সরকার মিল্টনের ‘কবিতার খুনসুটি’ টেলিফিল্মে দেখা যাবে, সাকি ভালোবাসেন এক কবিকে। কবির চরিত্রে রূপদান করেছেন শতাব্দী ওয়াদুদ। একপর্যায়ে কবির প্রেমে পড়ে আরও দুই তরুণী। কিন্তু ভালোবাসার ভাগ দিতে চান না সাকি।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখাতেও মন দিয়েছেন বলে গ্লিটজকে জানান সাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।