আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্সকে ইউক্রেনের চরম ধাক্কা

আগামী মঙ্গলবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে ফরাসিরা।
শুক্রবারের আগ পর্যন্ত ফ্রান্সকে কখনই হারাতে পারেনি ইউক্রেন। তবে এদিন ঘরের মাঠ কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দমিয়ে রেখে বারবার আক্রমণ করতে থাকে তারা। আক্রমণভাগের ব্যর্থতায় অবশ্য গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।


দ্বিতীয়ার্ধেও বল দখলের লড়াইয়ে পেরে ওঠেনি অতিথিরা। অবশেষে ৬১ মিনিটে স্ট্রাইকার রোমান জোজুলিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার এডমার ডি লাসেরদার পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
৮৩ মিনিটে সফল পেনাল্টিতে জয় নিশ্চিত করেন স্ট্রাইকার আন্দ্রে ইয়ারমোলেঙ্কা।
ইনজুরি সময়ে আরেকটি ধাক্কা খায় ফ্রান্স।

ডিফেন্ডার লরেন্ত কসিয়েলনি সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। ফলে ফিরতি লেগে খেলতে পারবেন না আর্সেনালের এই খেলোয়াড়।
খানিক বাদে স্বাগতিকদের ডিফেন্ডার ওলেজান্দো কুসেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তা খুব একটা ভাবাচ্ছে না তাদের। কারণ প্রথমবারের মতো ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছে ইউক্রেন।


প্লে-অফের অন্য দুই খেলায় গ্রিস ৩-১ গোলে রোমানিয়াকে হারিয়েছে। আর আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।     
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।