আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোওয়েভ থেকে বিদ্যুৎ উৎপাদন

ডিভাইসটি তৈরিতে মেটাম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যেটি তরঙ্গ শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহারের উপযোগী শক্তিতে রূপান্তর করতে পারে।
গবেষণায় ব্যবহৃত সার্কিট বোর্ডে ফাইবার গ্লাস ও তামার কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা মাইক্রোওয়েভ তরঙ্গকে ৭.৩ ভোল্ট বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।
ডিউক ইউনিভার্সিটির আলেকজান্ডার ক্যাটকো ও অ্যালেন হকস পাওয়ার হারভেস্টিং ডিভাইস ডিজাইন করেছেন। ভবিষ্যতে এ প্রযুক্তি মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গবেষকরা।
এ প্রযুক্তিতে ভবিষ্যতে যেসব জায়গায় পাওয়ার প্ল্যান্ট নেই সেখানে মোবাইলের টাওয়ার থেকে ছড়ানো মাইক্রোওয়েভ ব্যবহার করে মোবাইল ফোনের ব্যাটারি রিচার্জ করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ প্রযুক্তিতে ভবিষ্যতে ওয়াইফাই নেটওয়ার্ক ও শব্দ তরঙ্গ থেকেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।