আমাদের কথা খুঁজে নিন

   

কেকে লিখে

কেকের মাধ্যমে পদত্যাগপত্র পেশ করার ঘটনাটি বিশ্বের সবচেয়ে মজার পদত্যাগপত্রের নমুনা।

ঘটনার সূত্রপাত এ বছরের ১৫ এপ্রিল। ইংল্যান্ডের বর্ডার ফোর্সের ইমিগ্রেশন অফিসার ছিলেন ক্রিস হোমস্ যার বয়স ৩১ বছর। সরকারি চাকরির পাশাপাশি ক্রিস ভালোবাসতেন নানারকম কেক তৈরি করতে। একসময় পেশায় রূপ নিল এই কেক তৈরি।

খেতাবও মিলল মিস্টার কেক রূপে। বিশেষত তার পুত্র বেনজামিনের জন্মের পর মনে হলো সরকারি চাকরি তাকে মানায় না। বরং এসব শিশুর জন্য কেক তৈরি এবং তাদের মুখে হাসি ফোটানেই অনেক ভালো হবে। তখনই ভাবেন চাকরি থেকে পদত্যাগের কথা। সেই সঙ্গে এটাও ভাবেন যে, তার তৈরি একটি কেকেই তিনি কর্তৃপক্ষকে তার পদত্যাগের কথা জানাবেন।

তবে গোপন রাখলেন তার ইচ্ছার কথা। পুত্র বেনজামিন জন্মের প্রায় এক সপ্তাহ পরে ১৮টি ডিম দিয়ে ১২ ইঞ্জি বাই ১০ ইঞ্চি মাপের একটি সুন্দর কেক তৈরি করলেন। কেকের ওপর সাদা একটি প্রলেপে কালো ক্রিম দিয়ে স্পষ্ট অক্ষরে কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন তার পদত্যাগের বিষয়টি। ক্রিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীরা এতে অবাক হলেও অখুশি হননি। এক সহকর্মীর মতে, কেকটি ছিল অত্যন্ত সুস্বাদু।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।