জীবন কেটে যায়
জ্যোস্নার গায়ে ভর করে নেমে আসে
গতজন্মে পুড়িয়ে ফেলা স্মৃতির কুয়াশা
প্লাবিত হতে হতে ঝাপসা চোখে দেখি-
চাঁদ ক্লান্ত হয়ে
হলুদ লেবুপাতার মতো ঘ্রাণহীন ঝড়ে পড়ে
পাঁজরের ফাঁকে।
অস্থির হয়ো না প্রেমিক অথবা কবিদের দল
আমিতো বলিনি- এ পাঁজর আমার ব্যক্তিগত খাঁচা;
দীর্ঘশ্বাস জমতে জমতে আমার পাঁজর নিরেট বুলেটের দেয়াল।
এ চাঁদ তোমাদের।
****
একটানে ছিঁড়ে নিলে শার্টের বোতাম
খুলে দিলে ব্যথাতুর বুকের ডালা
যাহ্ শালা-
এ শহরে কষ্টের ওজন বেড়েই চলেছে।
আমাকে নিয়ে প্রেমিকার কষ্ট,
লোকাল বাস, ব্যস্ত দিন, প্রতিবন্ধি প্রফেশনাল ভিক্ষুক,
সকালের ঘুম, মেসের ভাড়া, বোয়া বিল, ধুমপান
নাহ্ - পাবলিক প্লেসে এভাবে নগ্ন হয়ে গেলে
ইজ্জতের কষ্ট শুরু হবে -এটাই আমার মতো বাঙ্গালীর একমাত্র সম্পদ;
সব পঁচে ভূত হয়ে যাক
ইজ্জতের জয় হোক;
চৌধুরী সাহেব....।
****
দরজার কাছে নিশ্চিন্তে জমা দিই
প্রিয়তমার চোখের কাজল
অসহ্য অস্থিরতা মরচে পড়া বুকে মিছিল ডেকেছে
আজই- আজ রাতেই স্মৃতিদের স্নান হোক
পূর্ণিমার তলে;
শ্মশান জ্বলে উঠুক ঘুমঘ্রাণ রাত্তিরে।
পায়ের সাথে পা ফিসফাস করে
আঙ্গুল আঙ্গুলের সাথে
চোখ চোখের সাথে
লোমশ শরীর মাথা চাড়া দিয়ে ওঠে
আমি চিৎকার করে বলি-
এতো কোলাহল কেনো?
বিশুদ্ধ মধ্যরাতের মতো সব নিস্তব্ধ হয়ে গেলে
অস্ফুট স্বরে ঠোঁট বলে-
আমাকেও শ্মশানে নিয়ে চলো
এইখানে জমা আছে উষ্ণতা
কতো, কতো কাল ধরে।
[এগুলো সব আমার ফেসবুক দেয়ালে পূর্ব প্রকাশিত]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।