আমাদের কথা খুঁজে নিন

   

জীবননগর সীমান্ত থেকে ফেনসিডিল আটক

চুয়াডাঙ্গার জীবননগর মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে ২৬৮ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। আজ রোববার সকাল ৮টায় গোপন সংবাদে ধোপাখালী বিজিবি সদস্যরা এ ফেনসিডিল আটক করে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ধোপাখালী সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মাধবখালী সীমান্তের একটি আখক্ষেতে অভিযান চালায়। এসময় ৬/৭ জন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে ধাওয়া করে বিজিবি। তারা ৫টি চটের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ২৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।