চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে আব্দুল গণি (৩৮) নামের বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সুলতান আহমেদের ছেলে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মেদেনীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মেদেনীপুর সীমান্তের ৬৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে আব্দুল গণিসহ ৭-৮ জন গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলার কষ্টেগঞ্জ থানার পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আব্দুল গণি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
এলাকাবাসি জানায়, গুলিবদ্ধি আব্দুল গণিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।