আমাদের কথা খুঁজে নিন

   

সোনিয়ার কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মানহানির মামলার নোটিস পাঠালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চৌহানের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজ্ঞাপন দিয়েছিল কংগ্রেস। এই বিজ্ঞাপনে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করে নোটিস পাঠালেন চৌহান। মানহানির জন্য ১০ কোটি টাকার ক্ষতিপূরণ ও ২ কোটি টাকা দাবি করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ১০ পৃষ্ঠার নোটিসে সোনিয়া গান্ধীর কাছে মানহানির জন্য এই অর্থের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

কংগ্রেসের ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, একটি লোভী পরিবার মধ্যপ্রদেশকে লুঠ করেছে। এরপরই শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। বিজেপি তীব্র নিন্দা জানায়, তবে কংগ্রেসের আক্রমণ থেমে থাকেনি।

আগামী ২৫ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি-কংগ্রেস দুই দলই জোর প্রচারে নেমেছে।

প্রচারে ব্যক্তিগত আক্রমণই প্রধান হয়ে দাঁড়াচ্ছে। শিবরাজ সিং চৌহানের দুর্নীতি ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদে নেমেছে কংগ্রেস-বিজেপি। বিজেপির হাতিয়ার শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন। অন্যদিকে, কংগ্রেস বলছে বিজেপির সব প্রচারই সত্যকে আড়াল করার কৌশল।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।