আমাদের কথা খুঁজে নিন

   

সোনিয়ার বিরুদ্ধে ‘সত্য গোপনের’ অভিযোগ

১৯৮৪ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি নিজ শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর ভারতে ব্যাপক শিখবিরোধী দাঙ্গা হয়।

ওই দাঙ্গায় ইন্ধনদাতা কংগ্রেস নেতাদের সোনিয়া আড়াল করার চেষ্টা করছেন, এই মর্মে যুক্তরাষ্ট্রের আদালতে একটি অভিযোগ দায়ের করে ‘শিখ ফর জাস্টিস’ নামের একটি অধিকার আন্দোলনকারী গোষ্ঠী। এই অভিযোগের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণেই আদালত সোনিয়ার পাসপোর্ট চেয়েছিল বলে এনডিটিভি জানিয়েছে।

২০১৩ সালের ২ থেকে ১২ সেপ্টেম্বর সোনিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন। সেখানে স্লোয়ান ক্যাটারিং নামের একটি হাসপাতালে ৬৭ বছর বয়সী এই নেতা চিকিৎসাধীন ছিলেন বলে ধারণা করা হয়।



ওই সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনিয়ার বিরুদ্ধে আদালত একটি সমন জারি করে। ‘শিখ ফর জাস্টিস’র কর্মীরা ক্যাটারিং হাসপাতালের কর্মীদের কাছে সমনটি পৌঁছে দিয়েছিলেন বলে দাবি করেছেন। কিন্তু সমন পাওয়ার কথা অস্বীকার করেছেন সোনিয়া।

সমন জারির সময় সোনিয়া যুক্তরাষ্ট্রে ছিলেন কিনা তা নিশ্চিত করতেই মার্চে তার পাসপোর্টের নমুনা চেয়ে পাঠিয়েছে আদালত। কারণ পাসপোর্ট পরীক্ষা করলেই প্রমাণ হবে সোনিয়া সমন জারির সময় যুক্তরাষ্ট্রে ছিলেন কিনা।



কিন্তু এক চিঠিতে সংশ্লিষ্ট বিচারককে সোনিয়া জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ভারত সরকার তার পাসপোর্টের নমুনা পাঠানোর অনুমতি দেবে না।

সোনিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তার “লুকানোর কিছু নেই” এবং তিনি অভিযোগের বিরুদ্ধে লড়তে চান। কিন্তু ভারতীয় দাঙ্গার বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার চলবে এবং সেখান থেকে সমন জারি করা হবে, এই বিষয়টি মেনে নেবেন না তিনি।

অপরদিকে ‘শিখ ফর জাস্টিস’ বলেছে, “পাসপোর্টের নমুনা দিতে অস্বীকার করে সোনিয়া প্রমাণ করেছেন সমন দেওয়ার সময় তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।