আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষাকালীন যেসব বিষয়ে সতর্ক থাকবে

ছোট্ট মনিরা, তোমরা এই প্রথম পাবলিক পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। পরীক্ষাকালীন যেসব বিষয়ে সতর্ক থাকবে :

ক. পরীক্ষা শুরুর কমপক্ষে আধ ঘণ্টা আগে অবশ্যই কেন্দ্রে পেঁৗছতে হবে।

খ. কেন্দ্রে যাওয়ার মুহূর্তে এডমিট কার্ড, স্কেল, রাবার, পেনসিলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রি ও ইতোমধ্যে ব্যবহৃত ৩-৪টি কালো কালির বলপেন সঙ্গে নিবে।

গ. কেন্দ্রে অযথা কারও সঙ্গে কথা বলবে না।

কোনো সমস্যা থাকলে পরিদর্শককে জানাবে। ঘ. খাতার কভার পৃষ্ঠায় প্রয়োজনীয় তথ্যাদি এডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে দেখবে যাতে কোনো কিছু ভুল না হয়। ঙ. নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করে রিভিশন দেবে। চ. অতিরিক্ত খাতা নিলে কভার পৃষ্ঠায় তথ্যাদি লিখবে (খাতা-১, খাতা-২,...... যে কয়টি অতিরিক্ত খাতা নিয়েছ)। ছ. কভার পৃষ্ঠার তথ্যাদি, সব প্রশ্নোত্তর লেখা হয়েছে কিনা, চিত্র অাঁকা হয়েছে কিনা (বিজ্ঞান ও জ্যামিতির ক্ষেত্রে) তা রিভিশনের শুরুতে দেখে নেবে।

এরপর সময়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রশ্নোত্তর রিভিশন দেবে। জ. রিভিশন শেষে খাতা মূল খাতার সঙ্গে ভালোভাবে বাঁধাই করা হয়েছে কিনা তা দেখবে এবং পরিদর্শকের কাছে জমা দেবে। ঝ. পরীক্ষার হলে পরিদর্শকের নির্দেশ মেনে চলবে।

পরীক্ষার খাতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা

খাতার মার্জিন করবে; প্রশ্নোত্তর শেষ হলে সমাপ্তি চিহ্ন দিয়ে একটু ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নোত্তর শুরু করবে; জ্যামিতির প্রয়োজনীয় চিত্র বামপৃষ্ঠায় এঁকে ছবির নিচে থেকে লেখা শুরু করবে; বিজ্ঞানের প্রয়োজনীয় চিত্র প্রশ্নোত্তরের মাঝামাঝি অাঁকতে হবে ও কিসের চিত্র এঁকেছ তা উল্লেখ করতে হবে এবং চিত্র ও বর্ণনার মিল থাকতে হবে; যে সমস্ত প্রশ্ন প্যারা করে আলোচনা করা দরকার তা অবশ্যই প্যারা ভাগ করে লিখতে হবে; বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লেখার সময় যথাযথভাবে লেখতে হবে যেমন ১. গ. রাইজম; ২. ক. আদা...... ইত্যাদি। শূন্যস্থান পূরণ করার সময় সম্পূর্ণ বাক্য খাতায় উঠিয়ে শূন্যস্থানে উত্তরটি লিখে নিচে দাগ দিয়ে দেবে এবং কেন্দ্র ত্যাগ করার মুহূর্তে এডমিট কার্ডসহ সব সরঞ্জামাদি সঙ্গে নিয়েছ কিনা তা খেয়াল করবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।