সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে শিক্ষা খাতেও উন্নতি করতে হবে। পাশাপাশি অবৈধ অভিবাসন ও মেধা পাচার ঠেকাতে তরুণদের জন্য করতে হবে কাজের ব্যবস্থা।
“শ্রম বাজার ও সামাজিক নীতিমালার একটি সমন্বিত ব্যবস্থা চালু করতে না পারলে অর্থনৈতিক ও জীবন মানের অগ্রগতির ধারা অক্ষুণ্ন রাখা সম্ভব হবে না। ”
অবশ্য মুক্তবাজার অর্থনীতির পথে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ইতোমধ্যে ‘কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ নিয়েছে বলেও আইএলও মনে করছে।
এমন এক সময় আইএলও এই প্রতিবেদন প্রকাশ করল যখন তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে ১২ শ’র বেশি শ্রমিকের মৃত্যুর পর কারখানার কর্মপরিবেশ নিয়ে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রয়েছে বাংলাদেশ।
আর ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষে পোশাক কারখানা অধ্যুষিত আশুলিয়া ও গাজীপুরে প্রতিদিনই সংঘর্ষ, ভাংচুরের ঘটনা ঘটছে।
আইএলওর প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে বাংলাদেশ ‘তুলনামূলকভাবে উচ্চ হারে’ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে আসছে, যার পেছনে মূল ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত।
২০১১ সালে সারা বিশ্বে যে পরিমাণ পোশাক রপ্তানি হয়েছে তার ৪ দশমিক ৮ শতাংশের যোগান দিয়েছে বাংলাদেশ, যেখানে ১৯৯০ সালে এই হার ছিল শূন্য দশমিক ৬ শতাংশ।
“কিন্তু এই খাত অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকায় কারখানার কর্মপরিবেশের উন্নয়ন ঘটেনি। এই বাজে কর্মপরিবেশ কেবল টেকসই উন্নয়নের পথেই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে না, ইতিহাসের ভয়াবহতম কয়েকটি বিপর্যয়েরও জন্ম দিয়েছে।
”
প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও আগের মজুরি কাঠামোই সব কারখানায় ঠিকমতো অনুসরণ করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুনে ১১৭ জন এবং গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩০ জন নিহত হওয়ার প্রেক্ষিতে বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরির বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
জেনেভায় প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইএলও কর্মকর্তারা জানান, তারা ২০১১ সালে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর এই প্রতিবেদন তৈরির কাজে হাত দেন।
তাজরীন ও রানা প্লাজার ঘটনা এই প্রতিবেদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও বিপর্যয় দুটি বাংলাদেশের পোশাক খাতের পরিস্থিতিই তুলে ধরে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।