আমাদের কথা খুঁজে নিন

   

রুদ্ধশ্বাসে অপরূপা বেশে ছুটেছিলে লাজে অতি।

যুদ্ধ শেষ হবে

কোন এক ক্ষনে…তোমারি বিহনে আমারই প্রতিশ্রুতি। রুদ্ধশ্বাসে অপরূপা বেশে ছুটেছিলে লাজে অতি। মেহেদি রাঙ্গানো… হাত দুটি এ হাতে আলতো আলতা… নূপুরের সাজে লাল টুকটুক শাড়ীর আঁচল মমতার পাড় ছুঁয়ে যায়। বাঁকানো ঠোঁটের আঁকানো হাসি জাগিয়ে নেশার জ্যোতি। রুদ্ধশ্বাসে অপরূপা বেশে ছুটেছিলে লাজে অতি। কোন এক ক্ষনে…তোমারি বিহনে আমারই প্রতিশ্রুতি। রুদ্ধশ্বাসে অপরূপা বেশে ছুটেছিলে লাজে অতি। কোন এক…………..

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।