পটুয়াখালীর দশমিনার রনগোপালদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রনগোপালদী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ভবন সাইক্লোন সেন্টারসহ অন্য ভবনগুলো পাঠদানের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা অনেকটা বাধ্য হয়েই পাঠদানসহ অফিশিয়াল কাজকর্ম করেন।
বিদ্যালয়টির প্রধান ভবনে ফাটল দেখা গেছে, আর অন্য ভবনের ছাদ ও দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ার চিহ্ন পাওয়া যায়। স্কুল কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার জানান, শিক্ষা অফিসার শামসুর রহমান, সহ শিক্ষা-অফিসার বজলুর রহমানসহ উপজেলা চেয়ারম্যান আ. আজিজ মিয়ার কাছে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণতা বিষয়ে বারবার জানালেও আশ্বাসের বাণী ছাড়া কোনো কাজ হয়নি।
বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ইঞ্জিনিয়ার দিয়ে নতুন ভবন তৈরির জন্য জায়গা নির্বাচন করে গেলেও আজ পর্যন্ত সে ভবনের কোন কাজের অগ্রগতি হয়নি।
দশমিনা শিক্ষা অফিসারকে বিদ্যালয়ের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।