আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ "City of God "

"City of God " নামটা শুনলেই মনে হয় ঈশ্বরের শহর , কেমন যেন পবিত্রের একটা আভাস পাওয়া যায় । যে জায়গায় শান্তি বিরাজমান , যেখানে নেই কোন হানাহানি কিংবা রাহাজানি কিংবা ধবংসাত্নক কোন কার্যকলাপ । কিন্তু না , এখানে পবিত্র কিংবা শান্তিময় কোন অর্থেই "City of God" ব্যবহার করা হয়নি । এখানে খুন,রাহাজানি প্রভৃতি অর্থে "City of God" ব্যবহার করা হয়েছে । যেখানে মানুষ জন্মের পরেই শৈশবেই অস্ত্র হাতে তুলে নেই ।

মানবাধিকার বলে কিছু নেই , ক্ষমা নামে কোন শব্দ সেখানকার মানুষের জীবনে নেই । বেঁচে থাকতে হলে ক্ষমতা থাকতে হবে ,লাগবে টাকা ; আর তার জন্যে অল্প বয়সে এখানকার মানুষ সহজেই হাত বাড়ায় অস্ত্রের দিকে । আর তা দিয়েই ক্ষমতা প্রদর্শনের এক অন্ধ মোহে লিপ্ত এই শহরের এক শ্রেণীর মানুষ । "City of God " মুভির শহরটার গল্প ব্রাজিলের Rio de Janeiro শহরের এক বস্তির অর্থ , মাদক , রাহাজানি , রক্ত নিয়ে খেলা যুগের পর যুগ চলা এক কাহিনীর আবর্তন । এমনই একটা শহর এই শহর যেখানে রাজ্যের সব খুনাখুনি , মারামারি সব হয়ে থাকে ।

এক কথায় বলা যেতে পারে এখানে মানবাধিকার বলে কিছু নেই । যে যেভাবে পারছে মারছে , এ ওর টাকা নিচ্ছে , মেরে ফেলছে । খুন , ধর্ষণ , গুম এখানে প্রতিদিনকার খেলা । কেউ কাউকে ক্ষমা করছেনা , প্রয়োজন অপ্রয়োজনে সামান্য কথায় একজন আরেকজনের লাশ ফেলে দিচ্ছে , যেন এটা কোন ব্যাপার না , সামান্য সাধারণ কোন ব্যাপার । তাবত যত অপরাধ আছে তার এক সামাষ্টিক দৃশ্য যেন এখানে ফুটে উঠেছে "City of God " কাহিনীচিত্রে ।

সমাজের নিচুস্তরের মানুষের অর্থের প্রয়োজন এবং কিভাবে তারা সন্ত্রাসের জগতে পা বাড়ায় ও কিভাবে এই জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে যায় , সন্ত্রাস , মাদক এবং যাবতীয় সব পাপ কাজের কথা যেন এক সুতোয় বাঁধা পড়েছে এ ছবির ফ্রেমে । তারপরও অনেক সহিংসতা কিংবা রাহাজানি কিংবা মাদকের ছোবল থাকা সত্তেও মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং সে জীবনে প্রেম আসে , ভালোবাসা আসে কিন্তু সন্ত্রাস কিংবা মাদকের কালো ছোবল থেকে ইচ্ছে করলেই কি বেরিয়ে আসা যায় কিংবা চাইলেই কি এক মুহূর্তে এই সবকিছু শেষ করে দেয়া যায় ? যায় না । মাদক , সন্ত্রাস ,মারামারি , মানুষের রক্ত নিয়ে হোলি খেলার এক তাণ্ডবময় কাহিনীর ছবি "City of God " । ছবির ফ্রেমিং , একশন , লোকেশন সব নিঃসন্দেহে চমৎকার । ব্রাজিলের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়েছে ।

ক্যামেরা , মিউজিক কিংবা আর্ট ডিরেকশন অসম্ভব ভালো লেগেছে । আর অভিনয় ছিল দেখার মত । ২০০২ সালে নির্মিত ১৩০ মিনিটের এই ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন - আলেকজেন্দ্রি রোডরিগারজ, মেথুস নেচটারগেলি, লিওনড্র ফিরমিনো'সহ আরও অনেকে । আর ছবির গল্প লিখেছেন -পওলি লিন্স । ছবিটি পরিচালনা করেছেন- পরিচালক ফারনাদো মিরিলিস ও ক্যাটিয়া লুনড ।

অবিশ্বাস্য ধরণের এক ভালোলাগা মুভি "City of God" । আইএমডিবি রেটিং - ৮.৭ পাওয়া ছবিটির নির্মাণশৈলী থেকে শুরু করে অভিনয় কিংবা ছবির বিভিন্ন লোকেশনের দৃশ্যায়ন সবকিছু অনায়াসে দারুণভাবে নজরকাড়তে সক্ষম হয়েছে । মেকআপ , ক্যামেরাওয়ার্ক , লাইট সবকিছুর সিলেকশন এবং ডেলিভারি চমৎকারভাবে সম্পূর্ণ করেছেন পরিচালকদ্বয় । অবশ্যই প্রশংসার দাবিদার এই চমৎকার "City of God" মুভিটি উপহার দেয়ার জন্যে পরিচালক ফারনাদো মিরিলিস ও ক্যাটিয়া লুনড ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.