কানাডায় ২১ জন নারী এক ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। হাসপাতালে কর্মরত অবস্থায় চার বছর ধরে এই অপকর্ম করে আসছিলেন জর্জ ডুডনট নামের অ্যানেসথিসিওলোজিস্ট (যিনি ইনজেকশন দিয়ে রোগীকে অচেতন করেন)। ২০১০ সাল থেকে টরন্টোর নর্থ ইয়র্ক জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন ডুডনট।
ডুডনট তার নারী রোগীদেরকে ইনজেকশন দিয়ে অবশ করার পর তাদেরকে যৌন হয়রানি করতেন। ইনজেকশনের মাধ্যমে শরীরের কোন কোন অঙ্গকে অবশ করা হলেও মস্তিষ্ক কাজ করে। ফলে ওইসব নারী হয়রানির শিকার হওয়ার সময় তা টের পেয়েছেন; কিন্তু শরীরের একাংশ অবশ থাকায় বাধা দিতে পারেননি।
উল্লেখ্য, ডুডনটের বিরুদ্ধে এসব নারী কিস করা, গায়ে হাত দেয়া ও ওরাল সেক্সের অভিযোগ এনেছেন। দু একজন নারী অভিযোগ করার পর অনেকে বলছিলেন এটি অসুস্থ অবস্থায় ওইসব নারীর হেলুসিনেশন বা ভ্রান্তি। কিন্তু একে একে ২১ জন নারী একই অভিযোগ করার পর বিষয়টি সবার নজরে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।