আমাদের কথা খুঁজে নিন

   

Missing my Colleagues

প্রবাস থেকে দেখি,আমার প্রিয় দেশটা আসলেই অনেক সুন্দর!!

ভীষণ ভালোবাসি আপনাদের মুখের হাসি। হা হা করে আসে না আর উচ্চস্বরের হাসি আপনাদের ভীষণ মিস করি!! আড্ডা হাসির মিলনমেলা হতো মোদের লাঞ্ছ বেলা হেফাজতি আর ব্লগার, হয়ে যেতাম একাকার । লিখব কোথায় এতগুলো নাম যাদের পাশে আমি ছিলাম। স্মৃতি ছাড়া আর কিছু নাই, কিছু মন পোড়ায়, কিছু মন হারায় কিছু রেখে দেই স্মৃতির পাতায় !!! --লিটন নভেম্বর/ 20/ 2013

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।