আমাদের কথা খুঁজে নিন

   

মরিসনের হ্যাটট্রিকে আবাহনীর শুভসূচনা

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ মিনিটের সময় এগিয়ে যায় আবাহনী। ফরোয়ার্ড তৌহিদুল আলমের ক্রস থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন মরিসন। ১০ মিনিট পরই সমতা ফেরাতে পারতো রহমতগঞ্জ। কিন্তু মিডফিল্ডার মোহাম্মদ সাব্বিরের ফ্রি-কিকে কেউ পা বা মাথা ছোঁয়াতে না পারায় বেঁচে যায় আবাহনী। ৩৮ মিনিটে হতাশ হতে হয় আবাহনীকে।

ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস থেকে ফরোয়ার্ড তৌহিদের ডাইভিং হেড ফিরে আসে সাইড বারে লেগে। তার চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মরিসন। ক্যামেরুনের মিডফিল্ডার ইউকো সাম্বনিকের থ্রু ধরে প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গত মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের জার্সি গায়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া মরিসন। ব্রাজিলীয় মিডফিল্ডার লুইস দি কাস্ত্রোর পোস্ট লক্ষ্য করে নেয়া শট রহমতগঞ্জের এক ডিফেন্ডার ফিরিয়ে দেয়ার পর ফাঁকায় দাঁড়িয়ে থাকা মরিসনের শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পোস্টে চলে যায়।

বুধবার অস্ট্রেলীয় কোচ নাথান হলকে বরখাস্ত করায় রহমতগঞ্জের বিপক্ষে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন তাদের দীর্ঘ দিনের ‘সুখ-দুঃখের সঙ্গী’ অমলেশ সেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।