আমাদের কথা খুঁজে নিন

   

‘এরশাদ সাহেব ডিগবাজি দিয়ে শেষ হয়ে গেছেন’

বিএনপিকে ছাড়া নির্বাচনে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে এখন এরশাদের তা বদলে ফেলার দিকে ইঙ্গিত করে বিএনপি নেতা বলেছেন, “নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত তার সর্বশেষ ডিগবাজি। এরশাদ সাহেব ডিগবাজি দিয়ে শেষ হয়ে গেছেন।”
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় নজরুল একথা বলেন।
সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যায় এরশাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে বিএনপিকে চাইলেও তাদের জন্য অপেক্ষা করার সময় তার নেই।
নজরুল বলেন,“যিনি সকালে এক কথা, বিকালে উল্টো কথা বলেন; তাকে নিয়ে গন্ধ ছড়িয়ে গেছে। এ নিয়ে আমি কথা বলতে চাই না।

“যারা জনগণের কথা বলেন, তারা যদি জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেন, তা হবে অপরাধ। সরকার ও এরশাদ সাহেবরা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।