অফিস থেকে বাসায় ফেরার পথে আজ চোখে পড়লো এই দৃশ্য। প্রথম দেখায় হঠাৎ মনে হতে পারে, কোন রাজপ্রাসাদ হবে হয়ত । কিন্তু না, এটা হচ্ছে সেইরকম কোন এক বিয়ের অনুষ্ঠানের সাজানো গেট। জায়গার নাম আর উল্লেখ করলাম না প্রাইভেসির স্বার্থে । জানতে পারলাম, মাত্র ১৫ লক্ষ টাকা খরচ করে এটা বানানো হয়েছে।
এলাহী সব কর্মকান্ড হচ্ছে নাকি এই বিয়েতে ।
আজকাল যার হয়ত একটা বাড়ি থাকে, গাড়ি থাকে, হাতে কিছু মোটা অংকের ক্যাশ থাকে, তখন তার কাছে বিয়ের আদিখ্যেতা খরচ করতে না পারাটা "ছোট মনের" বলে প্রতীয়মান হয়। টাকায় না কুলালেও ঋণ নিয়েও শখ পূরন করে অনেকে। খুব ইচ্ছে হলো জানতে, এই মানুষগুলো কি যাকাত দেয় তো ঠিকমত ? নাহলে এতো অভাবী কেন আমাদের দেশের মানুষগুলো ?? কেনো শীতে এত মানুষ কাপড়ের অভাবে কাপে ঠকঠক করে, সইতে না পেরে মরে যায় কত !!
আচ্ছা, কাড়ি কাড়ি টাকা থাকলেই কি আমি আমার ইচ্ছে মত খরচ করতে পারবো?
আল্লাহপাক তো কুরআনুল কারীমে জানিয়েই দিয়েছেন আমাদেরকেঃ
• "কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।
শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ"। [আল ইসরাঃ ২৬-২৭]
• "খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না"। [আল আরাফঃ ৩১]
আচ্ছা, বিয়েতে কতটুকু খরচ করবে একজন মুসলিম পরিবার? আমাদের আদর্শ, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ
• "সবচাইতে নিকৃষ্ট খাদ্য হচ্ছে সেই ওয়ালিমাহ এর খাদ্য, যেখানে কেবল ধনীরাই নিমন্ত্রন পায়, গরীবেরা নয়"। [সহীহ বুখারী]
• "সবচাইতে উত্তম বিয়ে হচ্ছে সহজতম বিয়ে (মোহরানার দিক থেকে)"।
[ইবন মাজাহ, আবু দাউদ]
• অন্য সহিহ বর্ণনায় এসেছে-"যেই বিয়েতে খরচ কম, সেই বিয়েতে বরকত বেশী"।
বিয়ে নামক অতি জরুরী একটি ইসলামিক বিধানকে আনুষ্ঠানিকতার বেড়াজালে এত বেশী কঠিন করে দিয়েছে আমাদের এই মূর্খ সমাজ, যার ফল হিসেবে আমরা দেখতে পাই, লিভ-টুগেদার, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কালচার, শেষে পালিয়ে বিয়ে করা নয়তো আত্নহত্যা ।
এসব লৌকিকতা ছেড়ে আল্লাহপাক আমাদের সবাইকে "দা কমপ্লিট কোড অফ লাইফ- ইসলাম" এর সঠিক সৌন্দর্য্য বোঝার তৌফিক দিন, আমীন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।