আমাদের এলাকার ডেস্টিনির এক ব্রোকার ডেস্টিনিতে কাজ করার জন্য বহুদিন আমাকে বিরক্ত করেছে । কারন সে দেখেছে আমি বেশ কয়েকজনকে ওয়ালটনের পণ্য কিনিয়ে দিয়েছি । এই একই কাজটা ডেস্টিনিতে করলে আমি নাকি লাখ লাখ টাকার মালিক হয়ে যাবো । ব্রোকার সফল হয়নি। দেশীয় পণ্যের প্রতি দুর্বলতার কারনেই যারা পরামর্শ চাইতো তাদেরকে ওয়ালটনের পণ্য কিনতে বলেছি এবং তারা কিনেছে । ব্লগার মদনের ব্লগে একজন মন্তব্য কারী লিখেছেন ,ওয়ালটন মোটর সাইকেলের চাকার বাতাসটা ছাড়া আর সবই নাকি বিদেশী ।ভেবে দেখলাম ,বিদেশ থেকে ক্রয় মূল্যের সম পরিমান আমদানি খরচ মিটিয়ে যে মোটর সাইকেল বাংলাদেশে ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয় , সেই একই মানের মোটর সাইকেল ওয়ালটনও বিক্রি করে ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায় । ওয়ালটন যদি দেশী পণ্যই হবে তাহলে তাদের তো ক্রয় মূল্যের সম পরিমান আমদানি খরচ নাই । তারা ঐ একই মোটর সাইকেল কেন ৪৫ হাজার টাকায় বিক্রি করছেনা । তাহলে কি মন্তব্য কারীর মন্তব্যই ঠিক ? তাহলে কি এদেশের কোটি মানুষের দেশ প্রেমকে পূঁজি করে আমদানি করা পণ্য স্বদেশী বলে চালিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।