আমাদের কথা খুঁজে নিন

   

একবারে নতুনদের জন্য Windows XP Installation, (10 মিনিটে যেকোন পিসিতে যেকোন সিডি দিয়ে ) Partition তৈরি সহ পরিপূর্ণ HD ভিডিও টিউন বাংলায়। VirtualBox এর ব্যবহার সাথে বোনাস তো থাকছেই।

সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। নতুনরা অনেকেই এক্সপি ইন্সটল করতে পারেন না। কিন্তু এ বিষয়টি নিয়ে ভিডিও টিউটোরিয়াল করা কিছুটা মুশকিল এই কারনে যে উইন্ডোজ ইন্সটলেশনের সময় কোন স্ক্রীন রেকর্ডিং সফটওয়্যার ব্যবহার করা যায়ন তাই।   তো এই সমস্যার সমাধান হিসেবেই রয়েছে Oracle এর Virtual Box Software

Install তো হলো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিভাবে VirtualBox-4.3.2-90405-Win এই সফটওয়্রার দিয়ে একটি ভার্চুয়াল মেশিন তৈরী করবো।

গুরুত্বপূর্ণ এই কাজটি খুব সহজ ভাষায় সুন্দর করে বর্ণনা করা হয়েছে এই টিউটোরিয়ালে। এখানে থেকে দেখে দেখে তৈরী করে ফেলুন একটি ভার্চুয়াল মেশিন।

ভার্চুয়াল মেশিন তো আপনার রেডি এবার সেখানে ওএস ইন্সটলের পালা। তো নতুনদের জন্য শুরুতেই Windows XP Installation দেখানো হলো এই ভিডিও টিউটোরিয়ালে সময় 16:29 মিনিট

আশা করছি নতুনদের কিছুটা হলেও সাহায্য হবে। টিউনের ভালো মন্দ যেকোন প্রশ্ন জানিয়ে দিন নিচের টিউমেন্ট বক্সে।

ভালো লাগলে ফেসবুকে/গুগল+ এ শেয়ার করুন যেন আরো দশজনের উপকার হয়। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি । খোদা হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.