আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব ক্যারিয়ার গাইডলাইন - ১ (ব্লগিং)

আমার সম্পর্কে কি লিখব ঠিক বুঝতে পারছিনা। যেদিন বুঝব, সেদিন লিখব। ওয়েবের বিশাল রাজ্যে শিখার যেমন অনেক কিছু আছে তেমন আছে আয়েরও। ফ্রিল্যান্সিং, ব্লগিং, এস.ই.ও ইত্যাদি অনেক কাজের মাধ্যামে আমাদের দেশের অনেক নবীন-প্রবীণরা আয় করে যাচ্ছেন বিশাল অংকের টাকা। তাদেরকে দেখে আমরা অনেকেই অনুপ্রণীত হচ্ছি।

কিন্তু কোথা থেকে, কিভাবে শুরু করবো তা ঠিক করতে করতে উৎসাহ হারিয়ে ফেলি। তাই আজ সিদ্ধান্ত নিলাম ওয়েব থেকে আয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে ধারাবাহিক ভাবে কিছু পোস্ট দিব। আর আমি তো আছিই। ফেইস্ বুক এ মেসেজ করে দিলেই হবে। চেষ্টা করবো স্বাদ্ধের মধ্যে সবটুকু সাহায্য করার।

আজ আমি আলোচনা করবো ব্লগিং নিয়ে। ব্লগিং বিষয়টা হচ্ছে লেখালেখি করা। আমরা সখের বশে অনেকেই বিভিন্ন ব্লগে লেখালেখি করে থাকি। এই লেখা গুলো যদি আমরা আমাদের নিজস্ব ব্লগে লিখি তাহলে আমাদের ব্লগে ভিজিটর পাব এবং ভিজিটর থেকেই পেতে পারেন আয়। আয়ের উৎস হতে পারে Adsense, Affiliate Programs, Advertisers।

মূলত এই তিনটিই হচ্ছে ব্লগ থেকে আয়ের প্রধান উৎস। ব্লগ কি? একটি ওয়েব ব্লগ হচ্ছে লেখা, ছবি, তথ্য ইত্যাদির একটি অনুক্রমের ব্যবস্থা। ব্লগ মূলত একটি সাময়িকী। একটি ব্লগ ​​এ লেখালেখি করাকে বলা হয় "ব্লগিং" এবং ব্লগের মালিককে বলা হয়"ব্লগার"। আপনার লিখার বিষয়বস্তু লেখার বিষয়বস্তু হিসেবে আপনি বেছে নিবেন সবচেয়ে আলোচিত বিষয়বস্তুটিকে।

সবসময় আলোচিত হয় এমন বিষয়ব্স্তু হলে বেশ ভাল। বিষয়ব্স্তুটির ব্যপারে আপনার যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। পরো ব্যপারটিকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনের চেষ্টা করুন। কী-ওয়ার্ড কী ওয়ার্ড মূলত বিষয়বস্তুকেই বোঝায়। তবে একটি বিষয়বস্তুর জন্য আপনাকে একাধিক কী-ওয়ার্ড এর ব্যবহার করতে হবে।

যেমনঃ একজন ভিজিটর গুগল এ "Best Laptop of the Year" লিখে সার্চ দিল। এই খানে Best, Laptop, Year তিনটিই হচ্ছে কী-ওয়ার্ড। আপনার পোস্ট এর শিরনাম যদি হয় "HP 2000-2134TU is the Best Laptop of the Year" তাহলে সার্চ ইঞ্জিনের ১ম অথবা ২য় স্থানেই আপনার পোস্টটি থাকবে এবং আপনি নিশ্চিত ভিজিটর পাবেন। প্রাথমিক ভাবে এইকটি বিষয় জানা থাকলেই আপনি ব্লগিং এ আপনার ভবিষ্যত নিয়ে ভাবতে পারেন। তবে এই ক্ষেত্রে আরো কিছু ব্যপার খেয়াল রাখতে হবে।

আপনার ব্লগে কি ধরণের লিখা গুলো থাকবে তার উপর ভিত্তি করে একটি ডোমেইন নেয়। somewhereinblog.net হচ্ছে একটি ডোমেইন নেম। এই সাইটের মালিকের ইচ্ছা হচ্ছে একটি ব্লগ ধরণের ওয়েব সাইট বানানো যেখানে সাধারন মানুষগণ তাদের জ্ঞান, অভিজ্ঞতা, চিন্তা-ভাবনা ইত্যাদি সবার সাথে শেয়ার করবে। তাই তিনি তার ডোমেইন নেম এ BLOG শব্দটি রেখেছেন। ঠিক তেমন ভাবে আপনিও আপনার ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন।

আর আপনার ডোমেইন নেম টিকে হোস্ট করার জন্য একটি ভাল ওয়েব হোস্টিং প্রোভাইডর বেছে নেয়া অবশ্য কর্তব্য যারা আপনাকে ৯৮%-৯৯.৯৯% আপ-টাইম সুবিধা দিতে সক্ষম। আপনাদের সুবিধার জন্য আমি বাংলাদেশের সেরা ৫টি ডোমেইন ও হোস্টিং প্রোভাইডরের তালিকা দিয়ে দিলাম। ১. ১ম অবস্থানে আছে http://www.hostpair.com (99.87% uptime) ২. ২য় অবস্থানে আছে http://www.mellowhost.com (99.98% uptime) ৩. ৩য় অবস্থানে আছে http://www.webs-den.com (97.56% uptime) ৪. ৪র্থ অবস্থানে আছে http://www.kmmh.net (99.99% uptime) ৫. ৫ম অবস্থানে আছে http://www.dreamlineit.com (97.77% uptime) সূত্র : ওয়েবহোস্টিংস্টাফ এদের যে কোন একটি থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিয়ে শুরু করতে পারেন। আর, আমিতো আছিই। সবার জন্য শুভ কামনা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.