আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল, চেলসি, পিএসজির চাই ১ পয়েন্ট

দুই ম্যাচ হাতে রেখেই ইউরোপের সেরা এই ক্লাব টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ।
নক আউট পর্বে ওঠার লড়াইটা সবচেয়ে জমে উঠেছে ‘এফ’ গ্রুপে। মঙ্গলবার তৃতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে খেলবে ইতালির নাপোলির সঙ্গে। এ ম্যাচে জিততে না পারলে খাদের কিনারায় চলে যাবে গতবারের রানার্সআপরা। প্রথম চার ম্যাচ থেকে বরুসিয়ার সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।


নাপোলির সমান ৯ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকা আর্সেনাল খেলবে দুর্বল অলিম্পিক মার্সেইয়ের সঙ্গে। এই দুই ম্যাচে আর্সেনাল ও নাপোলি জিতলে শেষ ষোলো নিশ্চিত হবে দুই দলেই, কপাল পুড়বে ডর্টমুন্ডের।
‘ই’ গ্রুপে সুইজারল্যান্ডের দল বাসেলের মাঠে ড্র করলেই নক-আউট পর্বে উঠে যাবে চেলসি। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ২০১১-১২ সালের চ্যাম্পিয়নরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শালকের সামনেও থাকছে নক আউট পর্বে ওঠার সুযোগ।

রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের মাঠে জিতলেই লক্ষ্য পূরণ হবে জার্মানির দলটির। বার্সেল ও বুখারেস্টের পয়েন্ট ৫ ও ২।
চার ম্যাচের সবকটিতে জিতে স্পেনের আতলেতিকো মাদ্রিদ আগেভাগে দ্বিতীয় রাউন্ডে উঠে গেঝে। তবে ‘জি’ গ্রুপের দ্বিতীয় দল নির্ধারণে এখনও ঢের হিসেব বাকি।
মঙ্গলবার পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ নিজেদের মাঠে খেলবে আতলেতিকোর বিপক্ষে।

যদি জেনিত জিতে এবং অন্য ম্যাচে অস্ট্রিয়া ভিয়েনার কাছে পর্তুগালের পোর্তো হারে তাহলে আতলেতিকোর সঙ্গী হবে জেনিত। জেনিত ও পোর্তোর পয়েন্ট ৫ ও ৪, ভিয়েনের পয়েন্ট ১।
প্রথম চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে আগেভাগেই নকআউট পর্বে উঠেছে ‘এইচ’ গ্রুপের বার্সেলোনা। কিন্তু গ্রুপের দ্বিতীয় সেরা দল পেতে ফুটবলপ্রেমীদের হয়ত অপেক্ষা করতে হবে শেষ রাউন্ড পর্যন্ত। কারণ এসি মিলান, আয়াক্স আমস্টারডাম ও সেলটিকের পয়েন্ট যথাক্রমে ৫, ৪ ও ৩।


তবে পঞ্চম রাউন্ডে সেলটিকের মাঠে মিলান জিতলে আর আয়াক্স ঘরের মাঠে বার্সেলোনার কাছে হারলে নক অউট পর্ব নিশ্চিত হবে সাতবারের চ্যাম্পিয়ন মিলানের।
বুধবার মাঠে গড়াবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রুপের খেলা।  

‘এ’ গ্রুপে এদিন জার্মানির বেয়ার লেভারুকুজেনের মাঠে জিতলেই পরবর্তী ধাপে উঠে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর উল্টোটা হলে সেরা ১৬ পর্বে এক পা রাখবে লেভারকুজেন। অপর ম্যাচে স্পেনের রিয়াল সোসিয়েদোদের বিপক্ষে ঘরের মাঠে জিতলে পরবর্তী রাউন্ডে ওঠার স্বপ্ন বেঁচে থাকবে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের।


৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ম্যান ইউ। ৭ ও ৫ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে আছে লেভারকুজেন ও দোনেৱস্ক। সোসিয়েদাদের পয়েন্ট ১।
‘বি’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে ওঠার দ্বারপ্রান্তে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে তুরস্কের দল গ্যালাতাসারাইয়ের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোতে উঠে যাবে ইউরোপের সবচেয়ে সফল দলটি।


এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে আছে ইতালির সফলতম দল জুভেন্টাস, ডেনমার্কের কোপেনহেগেনের বিপক্ষে হারলেই ছিটকে পড়বে তারা। গ্যালাতাসাইয়ের সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিন নম্বরে আছে কোপেনহেগেন।
‘সি’ গ্রুপ থেকে এখন পর্যন্ত কোনো দলই নকআউট পর্বে ওঠেনি। তবে বুধবার ঘরের মাঠে গ্রিসের দল অলিম্পিয়াকোসের সঙ্গে ড্র করলেই পরবর্তী রাউন্ডে উঠে যাবে ফ্রান্সের পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিয়াকোস।


অপর ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটের মাঠে খেলবে পোর্তোর বেনফিকা। পোর্তোর ও অ্যান্ডারলেখটের পয়েন্ট ৪ ও ১।
বায়ার্ন ও ম্যান সিটি আগেভাগেই পরবর্তী রাউন্ডের টিকেট পাওয়ায় ‘ডি’ গ্রুপের বাকি দুই রাউন্ড নিয়ে নেই তেমন কোনো আকর্ষণ। নিয়ম রক্ষার ম্যাচে বুধবার ম্যান সিটির মাঠে খেলবে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন এবং রাশিয়ার সিএসকে মস্কোর মাঠ সফর করবে বায়ার্ন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।