আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালের পথে বার্সেলোনা, রিয়াল

বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম পর্বে সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে। ক্যাম্প নউত বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

এর আগে ২০১১ সালে কিংস কাপ হিসেবে পরিচিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সেবার শিরোপা জিতেছিল রিয়াল। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে কোনো অঘটন না ঘটলে আগামী ১৯ এপ্রিলের ফাইনালে আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ২ দল।

রিয়াল ও বার্সেলোনাকে হটিয়ে লা লিগায় শীর্ষে থাকা আতলেতিকো ২৫তম ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পেলো।

ম্যাচের ১৩ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিলেন আতলেতিকোর মিডফিল্ডার আরদা তুরান। তবে তার হেড ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াস। এর চার মিনিট পর রিয়ালকে এগিয়ে নেন পেপে।

আনহেল ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান জেসে।

ম্যাচের ৭৩ মিনিটে এবার মারিয়ার শট ডিভেন্ডারের গায়ে লেগে গোলে ঢুকে যায়।

ক্যাম্প নউতে পরের ম্যাচে বার্সেলোনাকে গোল পেতে প্রধমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। স্যার্হিও বুসকেতসের গোলে এগিয়ে যাওয়ার আগে ইনিগো মার্তিনেসের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ।

ম্যাচের ৬০ মিনিটে সুবিকারাইয়ের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১২ ফেব্রুয়ারি হবে ফিরতি লেগের সেমি-ফাইনাল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.