ঈশ্বরদী জিআরপি থানার ওসি এনামুল হক জানান, সোমবার রাত ১টার দিকে ঈশ্বরদী রেল স্টেশনে দাঁড় করিয়ে রাখা সিরাজগঞ্জ এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেনে দুর্বত্তরা অগুন দেয়।
এতে ঢাকা থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের তিনটি এবং অন্য ট্রেনের দুটি বগি পুড়ে যায়।
তবে ট্রেনে যাত্রী না থাকায় এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মেইল ট্রেনটি ঢাকা থেকে এসে ওই স্টেশনে পৌঁছানোর পরপরই দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দেয়। একই সময়ে আগে থেকেই থেমে থাকা লোকাল ট্রেনটিতেও আগুন দেয় তারা।
জিআরপি থানা পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে সোমবার রাত ১১ টার দিকে ঈশ্বরদী রেল গেইট এলাকায় রেল লাইনে কাঠ ও কাগজ জড়ো করে আগুন দেয় অবরোধ সমর্থকরা। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।