আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা বর্ষসেরা হওয়া নিয়ে আত্মবিশ্বাসী রিবেরি

কেন নিজেকে বর্ষসেরা ফুটবলারে দাবিদার মনে করছেন তাও জানালেন ফ্রান্সের এই উইঙ্গার। তার মতে, তিনি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখতে পারেন।
ফরাসি দৈনিক লে মুন্দেকে সোমবার দেয়া এক সাক্ষাতকারে রিবেরি বলেন, "আমার কোনো শঙ্কা নেই, আমি আত্মবিশ্বাসী। আমার যা করা উচিত (পুরস্কার জিততে), তার সবই আমি করেছি। "
বছরজুড়ে ভালো খেলার কথা উল্লেখ করলেন তিনি, "আপনি যদি বছরজুড়ে আমার পারফরমেন্স খেয়াল করেন, তবে দেখবেন, আমি পার্থক্য গড়ে দিয়েছি।

আমি হয়তো প্রতিটা ম্যাচে গোল পাইনি, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে আগুন ধরিয়ে দিয়েছি। "
গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্নের ‘ট্রেবল’ অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ৩০ বছর বয়স্ক রিবেরির।  গত আগস্টে ২০১২-১৩ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
এরপর ফ্রান্সকে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠাতে অবদান রাখা রিবেরি বলেন, "এ বছরে এ পর্যন্ত আমি কখনই ব্যর্থ হইনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে আমি সবসময়ই ভালো খেলেছি।

গত মৌসুমে বায়ার্নের হয়ে আমরা যা করেছি তা তো ঐতিহাসিক।
সম্প্রতি দারুণ ফর্মে থাকা রোনালদোর সঙ্গে বর্ষসেরা পুরস্কার জেতা নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা জানতে চাইলে রিবেরি বলেন, "সত্যি বলতে কি, মোটেও না। রোনালদো গোল করে, সে তো আমিও করি। সে অবশ্য আমার চেয়ে বেশি গোল করে, কিন্তু আমাদের দুজনের খেলার স্টাইল আলাদা। "
আগামী মাসের শুরুর দিকে সংক্ষিপ্ত তালিকার ২৩ জনের মধ্য থেকে শীর্ষ তিন জনের নাম ঘোষণা করবে ফিফা।

জুরিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.