ফ্রান্সে স্যামাংয়ের একটি বিলবোর্ডের ছবি থেকে ওই সোশাল মিডিয়া ভাইরাসের সূত্রপাত বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ভারতীয় সাইট আইবিএন লাইভ।
বহুলব্যবহৃত ‘দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড’ নীতিবাক্যটিকে স্যামসাং বিজ্ঞাপনে খানিকটা পাল্টে নিয়েছে নিজেদের প্রবর্তিত ‘এস পেন’-এর প্রচারণার স্বার্থে। এস পেন নামের টাচস্ক্রিন স্টাইলাস ব্যবহৃত হচ্ছে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্মার্টফোন এবং ট্যাবলেটে। কথিত বিজ্ঞাপনে স্যামসাংয়ের পাল্টে দেওয়া বাক্যটি হচ্ছে-- "The pen is mightier than the finger|"
আলোচিত ওই বিলবোর্ডে দেখা গেছে ‘পেন’ ও ‘ইজ’ শব্দদুটির মধ্যে কোনো স্পেস রাখা হয়নি। বাক্যে বাড়তি একটি কমা বসিয়ে ‘কিম্ভুত অর্থ প্রকাশ করা হয়েছে’ বলে মন্তব্য করেছে আইবিএন লাইভ।
যারা স্যামসাং এবং অ্যাপলের প্রযুক্তিবাজার দখলের লড়াই সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা সহজেই বিদ্রুপটি ধরতে পারবেন। কারণ অ্যাপল ডিভাইসে কোনো স্টাইলাস ব্যবহৃত হয় না, ব্যবহার করতে হয় আঙুল।
আইবিএন লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপকসংখ্যক শেয়ার হওয়া ছবিটি ‘ফটোশপড’ বা ছবি এডিটিং সফটওয়্যারের সাহায্যে তৈরি কি না সেটি নিশ্চিৎ হওয়া সম্ভব হয়নি। ওই পরিবর্তনটি কোনো অনিচ্ছাকৃত ভুল নাকি পরিকল্পিত, সে বিষয়েও স্যামসাংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।