আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাংয়ের মুনাফা কমল আরও

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, বাজারে লাগাতার প্রতিযোগিতা আর স্মার্টফোনের দাম ক্রমশ নিম্নমুখী হওয়ায় লাভের লক্ষমাত্রা অর্জন করতে চ্যালেঞ্জের মুখে পরতে হচ্ছে স্যামসাংকে।

২০১৪ সালের প্রথম প্রান্তিকের মতো ২০১৩ সালের শেষ প্রান্তিকেও স্যামসাংয়ের লাভের পরিমাণ হ্রাস পেয়েছিল ৬ শতাংশ।

স্মার্টফোন মার্জিন এবং ব্যবসায়িক বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পাওয়ার কারণেই লাভের পরিমাণ কমছে বলে মন্তব্য করেছেন, ব্যাপারে দক্ষিন কোরিয়ান আর্থিক বিশ্লেষক প্রতিষ্ঠান হিউন্দাই সিকিউরিটিজের বিশ্লেষক ইয়ং পার্ক।

সাম্প্রতিক সময়ে স্যামসাংয়ের সাফল্যের সবচেয়ে বড় নিয়ামক ছিল গ্যালাক্সি সিরিজের স্মার্ট ডিভাইসগুলো। তবে একই সময়ে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে অ্যাপল, এইচটিসি এবং লেনোভো জেডিটিইর মতো চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বাজার দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিষ্ঠানগুলো স্মার্টডিভাইসে যোগ করছে ‘কাটিং এজ’ টেকনোলজি, কখনও বা দাম কমিয়ে আনছে নাটকীয়ভাবে।

এভাবে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকলে অদূর ভবিষ্যতেই খরচ কমানোর কথা স্যামসাংকেও ভাবতে হতে পারে বলেও মন্তব্য করেছেন এক আর্থিক বিশ্লেষক।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.