খুলনা মহানগরীর পাওয়ার হাউজ মোড়ে সকালে অবরোধ করাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়রসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। গুলিবিদ্ধ হয়েছেন সাতজন।
জানা যায়, বিএনপি'র ডাকা সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকালে বিক্ষোভ সমাবেশ করে অবরোধকারীরা। এ সময় পুলিশ খুলনা মেয়রকে রাস্তায় ফেলে লাঠিপেটা করে বলে অভিযোগ বিএনপি'র। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৪৭ রাউণ্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।