নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে আর একনেকের সভা বসবে না বলেও পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম জানিয়েছেন।
সোমবার আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পুনর্গঠিত একনেকের প্রথম সভা হওয়ার কথা ছিল।
কিন্তু সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের তারিখ রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার সকালে ওই সভা বাতিল করা হয়।
পরিকল্পনা সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধান অনুযায়ী তফসিল ঘোষণা হয়ে গেলে বড় কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। এ কারণে বৈঠক বাতিল করা হয়েছে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একনেকের বৈঠক আর বসছে না বলে শফিকুল ইসলাম জানান।
গত সপ্তাহে নির্বাচনকালীন মন্ত্রিসভায় নতুন ছয় মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বণ্টন করেন। পুরনো মন্ত্রীরা বাদ পড়ায় সোমবারই একনেক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।