পেছনে ফেলে আসা দিন চাইলেও ফিরে যাওয়া যায়না যেখানে
এরশাদ মনে করেন দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। তাহলে তিনি নির্বাচনে যাচ্ছেন কেন? তিনি কি তাহলে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন? নাকি এখনো হিসাব মেলাতে পারছেন না যে কোন দলে থাকলে তার বেশী লাভ? এই পল্টিবাজ লোকটাকে ক্ষমতায় থাকাকালে যারা দেখেছেন তারা তাকে স্বৈরাচার বা বিশ্ববেহায়া বলে চেনেন আর যারা চেনেন না তারাসহ নতুন প্রজন্মের অনেকেই তাকে আওয়ামীলীগ বি এন পি'র হাত হাত থেকে বাঁচার জন্য বিকল্প হিসেবে মনে করেন। আমার মনে হয় আওয়ামীলিগ ও বি এন পির গত বিশ বছরের কর্মকান্ডে জনগন যেমন বিরক্ত সেক্ষেত্রে কে জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগন হয়তো খালেদা হাসিনা দুই জনকেই প্রত্যাখ্যান করে এরশাদকে বিপুল পরিমানে সমর্থন দিতো ! তাতে জাতীয় পার্টিই হতে পারতো সরকার গঠনের লীড দল।কিন্তু দুর্ভাগ্য এ কথাটা তিনি বুঝতে চাইলেন না। সে হিসেবে আগামী নির্বাচনে যেখানে এরশাদ নবাব হতে পারতেন সেখানে সরকারের সাথে আঁতাত করে তিনি মীরজাফর হয়েই খুশী থাকলেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।