আমাদের কথা খুঁজে নিন

   

গরমে পুড়ছে সারা দেশ

বৈশাখের মাঝামাঝি এই সময়ে প্রচণ্ড গরম পড়েছে। এ সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া দাবদাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায়ও আজ প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সপ্তাহের প্রথম দিকে এই দাবদাহ শুরু হয়েছে। প্রথম দিকে এর তীব্রতা ছিল রাজশাহী ও খুলনা বিভাগে। তবে আজ দুপুরে এই দাবদাহ ছড়িয়ে গেছে সারা দেশে। অন্যান্য বিভাগীয় শহরেও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, আজ বরিশালে ৩৪ দশমিক ৪, চট্টগ্রামে ৩১ দশমিক ৮, খুলনায় ৩৭ দশমিক ২, সিলেটে ৩২ দশমিক ৮ ও রংপুরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এ সময়ে সূর্যের আলো লম্বভাবে পড়ে বলে গরম বেশি থাকে। আর বৃষ্টি না হওয়ায় গরম বেড়েছে। সাধারণত মে মাসে আবহাওয়া এমন আচরণ করে থাকে। তিনি বলেন, এ মাসে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হলে গরম কমে যাবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।