আমাদের কথা খুঁজে নিন

   

পুনঃঅর্থায়ন আবেদনের সময় বাড়ানোর দাবি

বুধবার বিকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অনুষ্ঠিত এক বৈঠকে এসব প্রস্তাব দেয়া হয়।
অর্থ নিতে বিনিয়োগকারীদের মাঝে যে অনিহা রয়েছে, তা দূর করার প্রস্তাব দেয়া হয়েছে এ বৈঠকে।
বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র এবং পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিযোগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটির আহ্বায়ক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান ।
তিনি বলেন, “পুনঃঅর্থায়ন তহবিলের অর্থ ছাড়ের বিষয়ে বৈঠকে বেশ কিছু সমস্যা উঠে এসেছে। এ তহবিলে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে স্টেকহোল্ডারদের পক্ষ থেকে।


“আগামী বৃহস্পতিবার তদারকি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ”
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের বলেন, “ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সরকারের দেয়া পুনঃঅর্থায়নে বিষয়ে সাড়ো পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে প্রথম কিস্তির ৩শ’ কোটি টাকা বিতরণে সময় এক মাস বাড়ানোর জন্য বিএসইসির কাছে প্রস্তাব জানানো হয়েছে। ”

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগেকারীদের সুদ মওকুফের জন্য ৯০০ কোটি টাকা দিতে রাজি হয় বাংলাদেশ ব্যাংক। এর প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতিমধ্যে আইসিবিকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এই টাকা নিতে বিনিয়োগকারীদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়। এ সব শর্তের জন্য তেমন একটা আগহ দেখাচ্ছেন না ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।