The only place where i get excited when a stranger follows me
ভূমিকাঃ
হলিউড মুভি যারা নিয়মিত দেখেন তাদের কাছে হয়তো The Bourne সিরিজটা পরিচিত। তবে যারা দেখেন না বা দেখেন নি তাদের কাছে নতুন হতে পারে। কেননা হলিউড হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম ফিল্ম ইন্ডাষ্ট্রি।
যাহোক The Bourne সিরিজের আরো তিনটা মুভি আছে। ঘটনাচক্রে আমার শেষের পর্বটি দিয়ে যাত্রা শুরু হয়।
তবে একটা কথা বলে রাখা ভালো, The Bourne সিরিজের আগের তিনটি পর্বের প্রভাব থেকে এই মুভিটাকে একটু দূরে রাখা হয়েছে।
Robert Ludlum'র নভেল অবলম্বনে লেখা The Bourne সিরিজের প্রত্যেকটি মুভি। যাহোক আমি আজ আলোচনা করবো The Bourne Legacy নিয়ে।
Dan Gilroy এর চমৎকার নাট্যরূপে এবং Tony Gilroy এর চমৎকার পরিচালনায় The Bourne Legacy হয়ে উঠেছে অসাধারণ। যদিও The Bourne Legacy লিখেছেন Eric Van Lustbader. এটি Robert Ludlum এর লেখা নয়।
শুধু তার নভেল দ্বারা অনুপ্রানিত!
কাহিনী সংক্ষেপঃ
এ্যারন ক্রস একজন প্রতিরক্ষা বাহিনীর সদস্য, যার উপর মার্কিন প্রতিরক্ষা দপ্তর একটি ব্লাক অপস (আইনগতভাবে অবৈধ কিন্তু দেশের মঙ্গলের জন্য করা হয় এমন অপারেশন) প্রয়োগ করে, যা ছিল কিনা এমন এক ধরনের পিল যেটা ফিল্ডে ব্যক্তির শারিরীক এবং মানষিক ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ঔষধটির নাম ছিল "চেমস"।
ক্রসকে আলাস্কায় একটি ট্রেনিং কার্যক্রমে মোতায়েন করা হয়, যেখানে বেঁচে থাকার জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং সেখানে স্থাপিত কেবিনে তাকে রিপোর্ট করতে হবে।
কেবিনে রিপোর্ট করতে যাবার পর ক্রস জানতে পারেন যে সে আগের মিশনের রেকর্ড মাত্র দুদিনে ভেঙ্গে ফেলেছেন।
অপরদিকে অপারেশন ব্লাকব্রায়ার এবং ট্রেড স্টোন (যেগুলো ব্ল্যাক অপস) সেগুলো পাবলিকলি কোন এজেন্টের মাধ্যমে প্রকাশ করে দেয়া হয়।
সুতরাং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরে যায় ঝামেলায়। এই ঝামেলা থেকে উত্তরনের জন্য Eric Byer (যিনি কিনা মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার) এর সাহায্য চান CIA Director Ezra Kramer, Deputy Director Pamela Landy, Blackbriar supervisor Noah Vosen, and Treadstone clinical researcher Dr. Albert Hirsch. Kramer.
Byer এমন কিছু ভিডিও ইন্টারনেটে আবিষ্কার করেন, যাতে গবেষনাগারের এবং ট্রেডস্টোন ব্ল্যাক অপসের ধারনাকে পাবলিকলি একদম এক্সপোজ করে দিয়েছে। শেষমেষ Byer সিদ্ধান্ত নেন ট্রেডস্টোনের সাথে সংশ্লিষ্ট সকল ফলাফল এবং এর এজেন্টদের Kill করার। তিনি দেখেন এজন্যই এটা করা সম্ভব কেননা সরকার এর চেয়েও উন্নতধরনের বেটা প্র্র্রোগ্রামের ব্যবস্থা করেছে যেটার নাম ছিল LARX.
সুতরাং সিদ্ধান্ত অনুযায়ী ক্রস সহ এর সাথে সংশ্লিষ্ট সকল এজেন্টকে মেরে ফেলার মিশন শুরু হয়। এভাবেই কাহিনী এগিয়ে যায়।
আসলে মুভি রিভিউ লেখাটা বিশাল ঝামেলার ব্যাপার।
# MetaCritic Review
# IMDB Review
# Rotten Tomatoes Review
# Wiki Pedia Detailes ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।