আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা লেখার জন্য ফিক্সড লেআউট (প্রভাত) কেন ভাল

আমার দিনটি আমাকেই খুঁজে নিতে হবে... আমরা এখানে অনেকেই ফিক্সড লেআউট কিবোর্ড ব্যবহার করি, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইউনিজয় বা বিজয়। আমি প্রায় ৭ বছর ধরে তাই ব্যবহার করেছিলাম। কিন্তু বড় হয়ে যখন জানতে পারলাম বিজয় এর লাইসেন্স নিয়ে কিছু জটিলতা আছে, এমনকি ইউনিজয় নিয়েও কিছু সমস্যা হয়েছে, তখন ব্যপারটি ভাল লাগেনি। আরও এটকটা বিষয় লক্ষ করলাম যে, বিজয়ের লেআউটে কিছু বর্ণের কিবোর্ড ম্যাপিং বেশ অদ্ভুত। যেমন ধরুন 'ক' কে ম্যাপ করা হয়েছে ইংরেজি 'j' এর সাথে।

এখন যেখানে আমরা ফোনেটিক কিবোর্ডের যুগে চলে এসেছি, সেখানে এধরনের অসামঞ্জস্য নতুন যারা বাংলা টাইপিং শিখছে তাদের জন্য তো বটেই, সাথে সাথে আমাদের মত পুরান পাপিদের ও খুব একটা ভাল লাগার কথা না। তাহলে সবসময় কোন ফোনেটিক কিবোর্ড ব্যবহার করলেই তো হয়? এখানেও কিছু সমস্যা আছে। বিভিন্ন ভেন্ডর তাদের ফোনেটিক কিবোর্ডের ম্যাপিং হুবুহু এক রাখে না। যেমন অভ্র'র কিবোর্ড, ম্যাকের ফোনেটিক কিবোর্ড, আবার সামুর কিবোর্ড, এই সবগুলোতেই কোন একটা বাংলা শব্দ এমন পাওয়া যাবে যে তার ইংরেজি কি-সিকোয়েন্স ভিন্ন। আবার কোনটাই উনিভারসাল নয়।

অভ্র ম্যাকে চালানোর কোন উপায় এখন পর্যন্ত নেই। সামুর ফোনেটিক দিয়ে কোন ওয়র্ড ডকুমেন্টে ডিরেক্টলি লেখা যাবে না, তার জন্য ব্রাউজার প্রয়োজন। এসব না হয় বাদ। ফোনেটিক কিবোর্ড যদি ইনিভার্সালও হত, তাহলেও কি এটা সব যায়গায় ব্যবহারের জন্য উপযোগি? ধরুন আপনি কোন একটা ডকুমেন্ট লিখছেন, যাতে ইংরেজি কিছু শব্দের ট্রান্সলিটারেশন করা প্রয়োজন। যেমন 'cows are friendly' কে 'কাউজ আর ফ্রেন্ডলি' লিখতে চাচ্ছেন।

ফোনেটিক কিবোর্ডে এধরনের শব্দ লিখতে গেলে জান বের হয়ে যাবার একটা ভাল সম্ভনা আছে। কোন ফিক্সড লেআউটের ব্যবহার জানা থাকলে বাংলা বর্ণ মালার দিয়ে সবরকম শব্দ লেখা সম্ভব হবে। এবার আসি আসল কথায়। আমাদের জন্য খুব ভাল হত যদি ফিক্সড লেআউটের কিবোর্ড ফোনেটিক এর মত করে ব্যবহার করতে পারতাম। প্রভাল লেআউট প্রায় ৯০% ঠিক তাই।

মাত্র অল্প কয়েকটি কি ছাড়া প্রায় সবগুলো কি ফোনেটিক স্টাইলেই ম্যাপিং করা। যেমন, 'ক' -> 'k', 'ম' -> 'm', 'ই' -> 'I', প্রভিতি। নতুন যারা বাংলা টাইপিং শিখছেন, তাদের জন্য এই লেআউট মুখস্ত করে ফেলা একেবারেই সহজ। আর যারা পুরানো অভ্যাস পাল্টানোর কথা ভাবছেন, তাদের জন্য বলি, একটু ফোনেটিক এর মত চিন্তা করে টাইপিং করবেন, তাহলে খুব বেশি সময় লাগবে না প্রভাতে পটু হওয়ার জন্য। তার ওপর প্রভাত কিবোর্ড সব প্লাটফর্মেই পাওয়া যাবে।

বর্তমানে আমি ম্যাক থেকে লিখছি। এর আগে লিনাক্স ও জানালাতে পুরো দমে ব্যবহার করেছি। প্রভাতের ব্যপারে বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.