আমাদের কথা খুঁজে নিন

   

কলারোয়ায় দুই নেতা হত্যার ঘটনায় দুটি মামলা, গ্রেপ্তার ১০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই নেতা হত্যার ঘটনায় গতকাল বুধবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের প্রথম দিন গত মঙ্গলবার কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওরফে বাবু ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জামায়াত-শিবিরের হামলায় নিহত হন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মাহমুদের চাচাতো ভাই আবদুর রহমান বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।

 রবিউলের বাবা মজিবর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।