রফিকুল ইসলাম ঃঃঃঃ-----
সাতক্ষীরায় এবার বাংলা এসি নামে বিদ্যুৎ সাশ্রয়ী শীতাতপ নিয়ন্ত্রণ মেশিন আবিস্কার করেছেন এক ক্ষুুদে বিজ্ঞানী। তার নাম আলমগীর হোসেন। তিনি কলারোয়া উপজেলার খোরদো বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগের ট্রেড ইন্সট্রাক্টর। তিনি এয়ারকন্ডিশনে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রের নাম দিয়েছেন কনডেনসার কোলার। যন্ত্রটির উৎপাদন খরচ ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা।
এর বিশেষ কোন যন্ত্রাংশ না থাকায় তা সহজে বহনযোগ্য। এর ওজন প্রায় দেড় কেজি। আকার দৈর্ঘ্যে প্রস্থে ১ দশমিক ৫ ফুট বাই ১ ফুট। মেশিনটি বাড়িতে এবং প্রাইভেটকার, মাইক্রো, ট্যাক্সি ক্যাব ইত্যাদিতে ব্যবহারযোগ্য। এর মধ্যে একটি আইস চেম্বার আছে।
সারা দিনে ২ বার আইস বা বরফ ভরতে হয়। সারাদিনে খরচ মাত্র ৫ থেকে ৭ টাকা। যার ফ্রিজ আছে তার কোন খরচ নেই।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন আলমগীর হোসেন। তিনি বলেন, এছাড়া মাটির গভীরে ৬০ ফুট বোরিং করে সেখান থেকে কাঁচনলের মাধ্যমে ঠান্ডা বাতাস বের করে এনে ৬/৭ হাজার টাকা খরচে ৮/১২ বর্গহাত আয়তনের একটি ঘর এয়ারকন্ডিশন করা সম্ভব বলে তিনি দাবি করেন।
এ জাতীয় এয়ারকন্ডিশনের তিনি নাম দিয়েছেন বাংলা এসি। এ বাংলা এসি ২টি সিলিং ফ্যানের সম পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।