আমাদের কথা খুঁজে নিন

   

মাইজদীতে গাড়ি ও রাস্তায় আগুন, আটক ২০

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে সকাল থেকে নোয়াখালীর সকল সড়ক, রেল ও নৌ-যোগাযোগ অবরোধ করে রেখেছে অবরোধকারীরা। জেলা শহর মাইজদী প্রধান সড়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি গাড়ি গ্যারেজ থেকে এনে দুপুরে আগুনে ধরিয়ে দেয় এবং চৌমুহনীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা ।

পুলিশ আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে ১১ জন অবরোধকারীকে আটক করেছে। এদিকে নাশকতার আশঙ্কায় পুলিশ গত রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ৯ বিএনপি, জামায়াত শিবির কর্মীকে আটক করে। এ নিয়ে আটকের সংখ্যা ২০ জন।

একই সময় ফেনী-নোয়াখালী সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে করে ১৮দলীয় জোটকর্মীরা। এদিকে রাতে জেলার সোনাইমুড়ি রেলওয়ে ষ্টেশানের নোয়াখালী এক্সপ্রেসের তিনটি বগি ভাংচুর করে ১৮দলীয় জোটকর্মীরা। জেলায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।