মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনির হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই মাইজদী হকার্স মাকের্টের একাংশ, চাঁদনী সুপার মার্কেট, ফিরোজা শপিং কমপ্লেক্স, মমিন শপিং কমপ্লেক্স ও দুবাই মার্কেটের ৫০টিরও বেশি দোকান পুড়ে যায়।
মনির হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগই পোশাক, প্রসাধনী, মোবাইল ফোন ও বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ ও কম্পিউটার সামগ্রীর।
এ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী আবদুস সোবহানের দাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।