কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ছোট ভাই আইনজীবী নেতা অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে বিজিবি সদস্য হত্যা মামলায় বৃহস্পতিবার শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার রাতে সিটি মেয়র সাক্কুর বাসা থেকে তার ছোট ভাই বাংলাদেশ বার কাউন্সিলের রোল এন্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে আটক করে র্যাব। ৫৪ ধারায় গ্রেফতার দেখানো অ্যাভোকেট রিংকুকে বুধবার জামিন না দেয়ায় তার সমর্থকরা কুমিল্লার আদালতে ব্যাপক ভাংচুর করে। আজ বৃহস্পতিবার কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ চমন চৌধুরী ৫৪ধারার মামলায় অ্যাভোকেট রিংকুকে জামিন দেন।
এদিকে মঙ্গলবার বিকালে নগরীর চর্থায় ১৮দলের সাথে সংঘর্ষে বিজিবি সদস্য রিপন নিহতের মামলায় অ্যাডভোকেট রিংকুকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদাত জানান, ৫৪ ধারার মামলায় জামিন দেয়া হলেও বিজিবি সদস্য রিপন নিহতের মামলায় অ্যাডভোকেট রিংকুকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।