আমাদের কথা খুঁজে নিন

   

সৌভিক ঘোষালের ব্লগ নিয়ে মডারেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি। । পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি। ।

সৌভিক ঘোষাল ভারতীয়, কমুনিস্ট, ধার্মিক হয়ে থাকলে হিন্দু।

তিনটার কোনটাতেই আমার সাথে বিন্দুমাত্র মিল নেই। আমি বাংলাদেশি, মোটামুটি গণতন্ত্রী, মুসলিম। ভারতের উপর রাষ্ট্রীয় নীতির কারণে আমাদের অনেকেরই রাগ রয়েছে। আমারও। কমুনিস্টদের উপর নীতির কারণে আমারও রাগ রয়েছে।

কিন্তু বাংলা ভাষার একটা প্ল্যাটফর্মে একজন মানুষ, যিঁনি বাংলাতেই লিখছেন, বাংলাভাষী, তাকে কী ভাষায় আক্রমণ করা হচ্ছে! সৌভিক ঘোষালের ব্লগ অনুসরণ করি শুরু থেকেই। অনুসরণ করা মানে পড়ার জন্য অনুসরণ করা। সমর্থন-অসমর্থনের বিষয় অনেক পরের বিষয়। সেই দুই বছর ধরে দেখছি, কী বীভৎস ভাষায় একজন মানুষকে আক্রমণ করা যায় শুধুমাত্র তার জাতিগত পরিচয়ের দোষে! তার ব্লগে প্রায় কখনোই কমেন্ট করি না, না করার কারণও এটা। কী বলব? কাদের ভিড়ে বলব? সৌভিক কি অশ্লীল ভাষা কখনো ব্যবহার করেছেন? গত দুই বছরে? কখনো অসভ্য অসামাজিক কথা বলেছেন? তিনি শুদ্ধ ভাষায়, নৈর্ব্যক্তিক ভঙ্গিমায় লিখে যান।

কমেন্টের জবাব নৈর্ব্যক্তিকভাবে দেন। নিজের মনোভাব, নিজের আদর্শের ছাপ তো থাকবেই। মানুষ তো তার নিজেকে রিপ্রেজেন্ট করে। এগুলো কী ভাষা! আজকে বাংলা ভাষায় একটা পাবলিক ব্লগ এসেছে। বাঙালি 'শিক্ষিত'র কপাল ভাল, সেই ব্লগে কাকের ঠ্যাঙ বগের ঠ্যাঙ লিখতে পারে।

নিজের কষ্টের কথা সরল ভাষায় বলতে পারে। নিজের অবসর সময় মায়ের ভাষায় গুলতানি মারতে পারে। হয়ত একটু আদর্শিক আলাপও করতে পারে। যার যা খুশি বলতে পারে। এখানে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো আসতে মানা নেই বলেই জানি।

আর কারো নিজের কথা বলা নিষেধ নেই বলেই জানি। এ কারণেই এ জায়গা নিজের জন্য উপযুক্ত মনে করি। সুশিক্ষিত উচ্চশিক্ষিত সমাজের সবচে অগ্রসর, তথ্যপ্রযুক্তিতে ওয়াকিফহাল সহব্লগার-অফলাইন পাঠক এবং একটুখানি মডারেশনের কাছেও প্রশ্ন হল, এই ব্লগ কি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকের জন্য? যদি শুধু বাংলাদেশের নাগরিকের জন্য হয়ে থাকে, তাহলে যারাই বাংলাদেশের সবুজ পাসপোর্ট ছেড়ে নীল, কমলা আমেরিকান চাইনিজ পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ায় সারা বিশ্বে, সংখ্যায় দু-তিন কোটি, তাদের কথা বলার অধিকার আছে? বাংলাদেশের ব্লগ তো অবশ্যই। এই ব্লগ কি বাংলাদেশের ব্লগ শুধুই? ব্লগাররা কি ইরান আক্রমণ নিয়ে মাতম করে না? মালালা নিয়ে আদিখ্যেতা করে না? ইরান নিয়ে মাতম করতে পারলে, মালালা নিয়ে আদিখ্যেতা করতে পারলে সৌভিক ঘোষাল ভারতীয় হওয়ার দোষে তাকে অতি অশ্লীল নিষিদ্ধ পল্লীর পোলাপানের ভাষায় আক্রমণ করা যাবে? সামুর কমুনিটিকে বলছি, যে কমুনিটি থেকে অন্যায় এর প্রতিবাদ বিদায় নেয়, সেখানে শুধু কঙ্কাল পড়ে থাকে। একজন মানুষের এতবড় অপমান আমরা কোথায় রাখব? কালকে পশ্চিমবঙ্গের একটা ব্লগ যদি তৈরিই হয়, বিখ্যাতই হয়, সেখানে কি আমার এন্ট্রি থাকবে না শুধু এই দোষে যে আমি বাংলাদেশি? সেখানেও আমাদের ষোল কোটিকে কি এই ভাষা সহ্য করতে হবে? আগে মানুষ হতে হবে, তারপর শিক্ষিত, বাঙালি, মুসলিম হতে পারলে ভাল।

কুত্তা বিলাই মুসলিমও হতে পারে না, বাঙালিও হতে পারে না, শিক্ষিত হবার তো প্রশ্নই ওঠে না। এই লোকটা কাঁটাতারের ওপাড়ে হওয়ায় যে পরিমাণ কাঁটাতার আমরা বিঁধিয়ে দিলাম তার গায়, এই অপমান কি অবাংলাদেশী বাঙালিরা ভুলে যাবে? আর এটা কি বাংলাদেশের পরিচয়? আমাদের বাংলাদেশ অনেক মহান একটা দেশ। আমরা বাংলাদেশি বাঙালিরা অনেক উদার সম্প্রদায়বিদ্বেষহীন পাশাপাশি বসত করা একটা জাতি। এইসব কথা মুখে না বলে কাজে দেখাতে হবে। সৌভিক ঘোষাল তাঁর ব্লগের এইসব কমেন্ট ডিলিট করবেন কেন? আমরা করব।

আমরা আমাদের দেশের পবিত্র মুখে লেগে থাকা আবর্জনা পরিষ্কার করব। প্রয়োজনে শাস্তি দিব দেশের মুখে নর্দমা যারা মাখিয়ে বেড়ায় তাদের। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবঘৃণা যেন তারে তৃণসম দহে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।