আমাদের কথা খুঁজে নিন

   

সোনাদিয়ায় ক্যাম্পিং সাথে ভ্যালু এডেড ট্রাভেলিং [ Sonadia: Camping with Value added travelling]

ঘুরাঘুরি করতে তো আমরা অনেকেই এদিক ওদিক যাই। কোন কোন জায়গা অনেক দূর্গম হয়। এমন অনেক জায়গা আছে যেখানে উন্নত সভ্যতার ছোঁয়াও লাগে নি। সেখানে মানুষের জীবনধারনের নূন্যতম চাহিদা গুলোর কোন ব্যবস্থা থাকে না। থাকে না শিক্ষার কোন ব্যবস্থা, চিকিৎসা সুবিধা বা যোগাযোগের কোন সুব্যবস্থা।

বাংলাদেশের এমনই এক জায়গার নাম সোনাদিয়া। বঙ্গোপসাগরের কোলে অবস্থিত অনেক সুন্দর আর দূর্গম দ্বীপ। এই দ্বীপে ঘুরতে গিয়ে কয়েকজন তরুন এর প্রেমে পরে যায়। সোনাদিয়ার সৌন্দর্য যেমনি ভাবে তাদের কে মুগ্ধ করে তেমনি ভাবে এর পিছিয়ে পরা মানুষদের দেখে তাদের কষ্ট হয়। সুন্দর এই জায়গা টার জন্য কিছু করা উচিৎ এই ভাবনা থেকেই এই দূর্গম দ্বীপ টির ছোট ছেলে মেয়েদের শিক্ষার জন্য তারা একটা প্রাইমারি স্কুল বানিয়ে দেয়।

এটাই ছিল তাদের জন্য ভ্যালু এডেড ট্রাভেলিং... আগামী ১৮ই জানুয়ারী সেই স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। দ্বীপের সেই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কিছু ভাল সময় কাটানোর ইচ্ছায় আমরা কয়েকজন আবারও যাচ্ছি সোনাদিয়ায়। স্কুলের বাচ্চাদের সাথে খেলব, মজা করব, ফিরে যাব আবার সোনালী স্কুলের দিন গুলোতে। সাথে স্বচ্ছ বালিয়ারিতে ক্যাম্পিং, বার-বি-কিউ তো থাকবেই...সবাই একসাথে এক্সপ্লোর করব সোনাদিয়ার লুকানো সৌন্দর্য। ট্রিপ সিডিউলঃ ১৭ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ৯টার বাসে ঢাকা থেকে রওনা হব।

১৮ জানুয়ারী ( শুক্রবার) সকাল ৯টার ট্রলারে কক্সবাজার থেকে রওনা দিব। ১২টার দিকে সোনাদিয়া পৌঁছাব। সারাদিন দ্বীপ টা এক্সপ্লোর করব। খালে মাছ ধরব, পাখি দেখব আর রাতে সমূদ্রের পারে ক্যাম্পিং করব। ১৯ জানুয়ারী ( শনিবার) সোনাদিয়া মৎসজীবী শিশু নিকেতন এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা উপভোগ করব।

আর রাতের ক্যাম্পিং তো থাকছেই। ২০ জানুয়ারী (রবিবার) সবাই চাইলে আমরা আরও একদিন বীচে আরাম করতে পারি। খরচঃ আনুমানিক ৩০০০ টাকা (+/-) ট্রিপের মোট খরচ সমান ভাবে মাথা পিছু ভাগ হয়ে যাবে। [আমরা কয়েকজন ক্রিয়া প্রতিযোগীতা সুষ্ঠ ভাবে আয়োজনের জন্য ৫০০ টাকা করে স্কুল ফান্ডে জমা দিচ্ছি। চাইলে আপনারাও অংশগ্রহন করতে পারেন।

] যা যা নিতে হবেঃ ১. টেন্ট ( যাদের নেই তারা আগেই যোগাযোগ করুন) ২. স্লিপিং ব্যাগ ৩. গামছা/ তোয়ালে ৪. ব্যাক্তিগত ঔষধ ৫. টর্চ ৬. মগ ৭. প্লেট ৮. চামচ ৯. পলি ব্যাগ ১০. শুকনো খাবার ১১. প্রয়োজনীয় শীতের পোশাক যারা যেতে আগ্রহী তারা একটা ব্যাপার খেয়াল রাখবেনঃ আমরা একটি দূর্গম জায়গায় ক্যাম্পিং করতে যাচ্ছি। তাই যে কোন মুহুর্তেই কোন সমস্যার মুখোমুখি হতেই পারে। সেখানে ভাল টয়লেট এর ব্যবস্থা থাকবে না। আমাদের নিজেদের খাবার নিজেদেরই রান্না করে খেতে হবে। তাই সবাই কে এক সাথে কাজ করতে হবে।

আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারী ( মঙলবার) এর মধ্যে যোগাযোগ করুন। যোগাযোগঃ সালেহিন আরশাদিঃ ০১৭৩৭১৪৯৬৮৫ রাকিব হাসানঃ ০১৬৮১৩৩৪২১০ মোহাম্মদ জাফর বেগ ( ০১৬৭৭৭৬৪৩০০) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।