''ওরা মানুষ না ওরা সিলেটি'' এরকম একটা বাক্য খুব দ্রুত ছড়িয়ে পরেছিলো নন-সিলেটি ভাই ব্রাদারদের স্টেটাসে স্টেটাসে। খুব সত্য কথা, কারন তারা যে লেভেলের মানুষ সে লেভেলে সিলেটি লোকদের মনুষত্ব্য এখনো পৌঁছায়নি। কারন, সিলেটিরা এখনো ভিক্ষা দিতে জানে,অতিথি আসলে বলে বসেন দুইটা দিন থাকেন,এখনো সঠিক প্রগতিশীলতা, শিল্প-সংস্কৃতিতে এগিয়ে আছে সিলেট, এখনো সিলেটে গন্ডায় গন্ডায় ধর্ষন হয়না,সব ধরনের অপরাধের ক্ষেত্রে সিলেট এখনো অনেক পিছিয়ে। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,এখনো এখানে হরতাল অবরোধে অন্তত দশটা খুন বিশটা মানুষ পোড়ানো হয়না। এখনো এখানে হাতে দামী ফোন গলা ভর্তি গহনা নিয়ে হাঁটতে পারা যায়।
(এখানে বলে রাখা ভালো,সিলেটে সংগঠিত অধিকাংশ খুন ছিন্তাই চুরি চামারিতে জড়িত সিংহভাগ নন-সিলেটি) এখনো সিলেটে রাজনৈতিক, ধর্মীয়,সর্বসংক্রান্ত বিভেদ প্রকটাকার ধারন করতে পারেনি। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,সিলেট যদি নিজেকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবেও ঘোষনা করে তাহলে তার আভ্যন্তরিন মেধা,খনিজ সম্পদ,প্রাকৃতিক সম্পদ,পর্যটন শিল্পের অপার সম্ভাবনা,সর্বোচ্চ রেমিটেন্স নিয়ে আসা বিভাগ হিসেবে নিজেকে একটি আধুনিক সার্বভৌম অংশে পরিণত করতে পারবে। সিলেটিরা এখনো মানুষ হতে পারেনি কারন,এটা শাহজালাল শাহপরান সাহেবের স্মৃতি বিজড়িত পুন্যভুমি। এখানে আসতে গেলে গরু বোঝাই এর মত করে দল বেঁধে দশটা বিশটা বাসে করে নন-সিলেটিদের সিলেট আসতে হয়,এসে হেগে মুতে পরিবেশ নষ্ট করতে হয়। সিলেটিরা দিল খুলে বলিতে জানে, আবার আসবেন।
সিলেটিরা মানুষ হতে পারেনি কারন একটা দেশ চালাবার মতো ক্ষমতা সিলেট একাই রাখে। সিলেটের চা ছাড়া বাংলাদেশে সকাল হয়না। সিলেটিরা মানুষ হতে পারেনি কারন,নন-সিলেটিরা যখন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলে তখন মনের কোনে গোপন ইর্ষা পোষন করে। সামগ্রিক অর্থনীতিতে বিশাল অবদান সিলেটের।
যারা সিলেটীদের উন্নতি দেখে মোটেও সহ্য করতে পারতেছে না।
যাদের গায়ে চুলকানী ধরে সিলেটীদের অর্থনৈতিক উন্নতি দেখে।
তাদের চুলকানী বৃদ্ধির জন্য কিছু তথ্য দিলাম।
বাংলাদেশে সিলেটিদের অবদানঃ
১.৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।
৩.গানের ভুবনে দেওয়ান হাসন রাজা, উপমহাদেশের দামাইল গানের জনক রাধা রমন,বাউল সম্রাট শাহ আব্দুল করিম,সৈয়দ শাহনুর , বাউল দূরবীন
শাহ,দীনহীন ,সুবীর নন্দী, সকলেই সিলেটের সন্তান।
৪. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী।
৫.স্বাধীনতার পর ১৯ জন সচিবের ১১ জন এই সিলেটের ছিলেন।
৬. জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
৭. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার
সিলেটের সন্তান এম সাইফুর রহমান।
সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।
৮. সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ
শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত।
৯. বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী। সিলেটের সন্তান।
১০. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
১১. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার ছিলেন সিলেটের সন্তান আনোয়ার চৌধুরি।
১২. বাংলার প্রথম পররাষ্টমন্ত্রী সিলেটের সন্তান সামাদ আজাদ।
১৩. ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের মেয়র
সিলেটের সন্তান লুত্ফুর রহমান।
১৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন
গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন এক টুকরো ছোট্ট বাংলাদেশ।
১৫. সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়েরেখেছে।
১৬. বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।
১৭. পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট।
১৮. সিলেটের চা, কমলার খ্যাতি বিশ্বজোড়া,বাংলাদেশে পাথর উৎপাদনকারী শহর একমাত্র সিলেট।
১৯. একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইটউপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
২১. লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল
লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।
২০.পদার্থবিজ্ঞানী ও এম.আই.টি এরফেলো সিলেটের সন্তান ড. আতাউল করিম।
২১.বিখ্যাত আইনজীবীএডভোকেট সিলেটের সন্তান রিজওয়ানা হাসান ।
২২.দেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ সিলেটের সন্তান ডঃ ফরাশ উদ্দিন।
১৪. বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফযলে হাসান আবেদ।
২৩. পৃথিবীর শ্রেষ্ঠজীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ।
. বিশ্বের সফল ব্যবসায়ী ইয়ং ছাবিরুল ইসলাম।
২৪. বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ আসনে নির্বাচিতের দলই সরকার
গঠন করে ।
২৫. বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন
সিলেটের সন্তান ফারুক চৌধুরী।
২৬. বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।
২৭. ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া।
২৮. বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সংগীত শীল্পি ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।
আরও আছে পরে লিখব। সিলেটিরা মাথা উঁচু করে বাঁচো।
গর্ব করে বাঁচো। আমি গর্বিত যে আমি সিলেটেরই সন্তান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।