আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধকারীরা রেললাইনে, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিরোধী দলের দ্বিতীয় দফায় তিন দিন অবরোধের প্রথম দিন শনিবার সকাল পৌনে ৯টার দিকে রেললাইনে অবস্থান নেয় ১৮ দলের নেতা-কর্মীরা।
পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার নাম মো. আনিস।
আগের অবরেধের সময় গত বুধবার ওই এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ কে খান মোড় সংলগ্ন ইস্পাহানি রেল গেইটে গাছের গুঁড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিরোধী নেতা-কর্মীরা।


একই সময়ে অলঙ্কার মোড় এবং এ কে খান এলাকায় সড়ক অবরোধেরও চেষ্টা করে অবরোধকারীরা।
এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট ছোড়ে অবরোধকারীরা।
পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে বলে বলে ঘটনাস্থলে থাকা নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তবে সকাল পৌনে ১১টার দিকেও সেখানে অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে দেখা যায়।


চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত পুলিশ সদস্য আনিসের ঘাড়ে স্প্লিন্টারের আঘাত আছে। তবে তা গুলির, না ককটেলের তা নিশ্চিত হওয়া যায়নি।
সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেন ছাড়লেও ইস্পাহানি গেইটের সংঘর্ষের কারণে আটকে যায়।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সুর্বণ এক্সপ্রেস ঢাকার পথে ছেড়ে গেছে। কিন্তু ইস্পাহানি রেল গেইটে অবরোধের কারণে এখন ট্রেন চলাচল বন্ধ।


চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে আটকে রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা, উর্মি গোধূলী, জালালাবাদ এক্সপ্রেসও চট্টগ্রামে ঢুকতে পারেনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।